তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

তথ্য সম্প্রচার মন্ত্রক এবং তার সহযোগী সংস্থাগুলির যথাযথভাবে পঞ্চম পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

Posted On: 22 OCT 2025 1:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ অক্টোবর, ২০২৫  

 

কর্মক্ষেত্রকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং কাজে দক্ষতা বৃদ্ধি করতে তথ্য সম্প্রচার মন্ত্রক এবং তার সহযোগী সংস্থাগুলিতে যথাযথভাবে পঞ্চম পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়েছে। ২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মন্ত্রক ৪৯৩টি স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালায়। ৯৭৩টি এলাকাকে পরিষ্কার-পরিছন্ন করা হয়। ১০৪টি গাড়িকে বাতিল বলে ঘোষণা করা হয়।  
এই সময়কালে ১ লক্ষ ৪৩ হাজার কিলোগ্রাম জঞ্জাল পরিষ্কার করা হয়েছে। এর ফলে, ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা আয় হয়েছে। এছাড়াও, ৮ হাজার ৭ বর্গফুট এলাকা জঞ্জাল-মুক্ত করা সম্ভব হয়েছে। পাশাপাশি, ১৩,৯০০টি ফাইল পর্যালোচনা করে ৩,৯৫৭টি ফাইলকে বাতিল করা হয়েছে। ৫৮৫টি ই-ফাইল পর্যালোচনার পর ১৬৫টি ফাইল বন্ধ করা হয়েছে। ৩০১টি জনঅভিযোগ, ৫৭টি জনঅভিযোগ সংক্রান্ত আবেদন, সাংসদদের ১৬টি প্রসঙ্গ, রাজ্য সরকারগুলির পক্ষ থেকেও ২টি বিষয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরের ১টি বিষয় নিষ্পত্তি করা হয়েছে। বিশেষ এই অভিযানের দায়িত্বে ছিলেন মন্ত্রকের আধিকারিকদের একটি দল। 


***

SSS/CB/SB


(Release ID: 2181526) Visitor Counter : 5