প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইস্পাত ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বে ভারতের যাত্রাপথে নীতি ও উদ্ভাবনের ভূমিকা নিয়ে একটি নিবন্ধ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

Posted On: 30 JUN 2025 1:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইস্পাত ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বে ভারতের যাত্রাপথে নীতি ও উদ্ভাবনের ভূমিকা নিয়ে একটি নিবন্ধ আজ ভাগ করে নিয়েছেন।

এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এইচ ডি কুমারস্বামীর একটি পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন :

“পরিকাঠামো থেকে শুরু করে প্রতিরক্ষা, বৈদ্যুতিক যান ও স্বচ্ছ জ্বালানি, বিকশিত ভারতের মেরুদণ্ড হল ইস্পাত । কেন্দ্রীয় মন্ত্রী শ্রী@hd_kumaraswamy উল্লেখ করেছেন কিভাবে নীতি ও উদ্ভাবন ইস্পাত ক্ষেত্রে বিশ্ব নেতৃত্বে ভারতের যাত্রাপথ গড়ে তুলছে।”

 

SC/AB/DM.


(Release ID: 2140864)