প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

নীতিগত পদক্ষেপ এবং উদ্ভাবন কীভাবে ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে ইস্পাত ক্ষেত্রে নেতৃত্বে প্রদানের রূপ দিচ্ছে, সে সম্পর্কে একটি প্রবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 30 JUN 2025 1:35PM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি প্রবন্ধ শেয়ার করেছেন যেখানে নীতিগত প্রচেষ্টা এবং উদ্ভাবন কীভাবে ভারতকে বিশ্বব্যাপী ইস্পাত নেতৃত্বের যাত্রাকে রূপ দিচ্ছে তা তুলে ধরা হয়েছে। 

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এইচ.ডি. কুমারস্বামীর এক্স-এ করা একটি পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী বলেন:

“পরিকাঠামো এবং প্রতিরক্ষা থেকে শুরু করে বৈদ্যুতিক গতিশীলতা এবং স্বচ্ছ বিদ্যুৎশক্তি পর্যন্ত, ইস্পাত হল উদীয়মান ভারতের মেরুদণ্ড। কীভাবে নীতিগত প্রচেষ্টা এবং উদ্ভাবন ভারতের বিশ্ব ইস্পাত নেতা হয়ে উঠার যাত্রাকে রূপ দিচ্ছে তা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী এইচডি কুমারস্বামী তুলে ধরেছেন।”

From infrastructure and defence to electric mobility and clean energy, steel is the backbone of a rising India. Union Minister Shri @hd_kumaraswamy outlines how policy push and innovation are shaping India’s journey to becoming a global steel leader. https://t.co/MMi9Ty3uLX

— PMO India (@PMOIndia) June 30, 2025

*****

KMD/DM


(रिलीज़ आईडी: 2140834) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English