তথ্যওসম্প্রচারমন্ত্রক

এখন থেকে সংবাদপত্র ও সংবাদ সাময়িকীগুলির নথিভুক্তিকরণ প্রক্রিয়া চালু হচ্ছে শুধুমাত্র অনলাইন প্রেস সেবা পোর্টালটির মাধ্যমে

আরএনআই-এর নতুন নামকরণ করা হয়েছে প্রেস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (পিআরজিআই)

পয়লা মার্চ ২০২৪ থেকে চালু হয়েছে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন পিরিয়ডিক্যাল অ্যাক্ট, ২০২৩

Posted On: 02 MAR 2024 3:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ মার্চ, ২০২৪

 

সংবাদপত্র ও সাময়িকীর নথিভুক্তি আইন ২০২৩ সম্পর্কে এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এসম্পর্কিত আইনটি কার্যকর হয়েছে এবছরের পয়লা মার্চ থেকে। 

প্রকাশিত বিজ্ঞপ্তি এবং নতুন আইন অনুসারে এখন থেকে সংবাদপত্র ও সাময়িকীর নথিভুক্তি প্রক্রিয়া চালু হচ্ছে অনলাইনে। এজন্য Press Registrar General of India – PRGI–এর আওতায় একটি নতুন পোর্টালও ইতিমধ্যেই চালু করা হয়েছে। এটির সূচনা করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর। নথিভুক্তিকরণের দায়িত্বে রয়েছে প্রেস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া (পিআরজিআই) এতদিন পর্যন্ত যা রেজিস্ট্রার ফর নিউজপেপার অফ ইন্ডিয়া অর্থাৎ আরএনআই নামে পরিচিত ছিল। নতুন প্রেস সেবা পোর্টালটির সঙ্গে যুক্ত হয়েছে  presssewa.prgi.gov.in নামে একটি নতুন ওয়েবসাইটও। সেখানে সন্নিবেশিত হয়েছে নথিভুক্তিকরণ সম্পর্কিত যাবতীয় তথ্য। 

নতুন আইন অনুযায়ী সমস্তরকম বই ও জার্নালকে নথিভুক্তিকরণ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। কারণ, নতুন আইনে বলা হয়েছে যে একটি সাময়িকী হল সংবাদপত্র সহ এমন কিছু প্রকাশনা যা নিয়মিত ভাবে সময়ান্তরে প্রকাশিত ও মুদ্রিত হয়ে থাকে এবং যার মধ্যে সংবাদ সম্পর্কিত বিষয়গুলিই স্থান পায়। শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি সহ যাবতীয় বিষয়কে এই প্রকাশনার মধ্যে রাখা হয় না। এর অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে যে, এই ধরনের বইগুলির জন্য পিআরজিআই-এর নথিভুক্তিকরণের কোনো প্রয়োজন নেই। 

নতুন আইন অনুসারে সাময়িকীগুলির নথিভুক্তিকরণের জন্য আবেদন গ্রাহ্য হবে শুধুমাত্র অনলাইন প্রেস সেবা পোর্টালটির মাধ্যমে। 

প্রসঙ্গত উল্লেখ্য, পিআরজিআই হল এমন একটি উদ্যোগ যা পূর্বের প্রথাগত নথিভুক্তিকরণ প্রক্রিয়ার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। সাময়িকীগুলির প্রকাশকদের নথিভুক্তিকরণের কাজ আরও সহজ করে তুলতে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এবিষয়ে বিশদ তথ্য সংগ্রহের জন্য সংবাদপত্র ও সাময়িকীগুলির প্রকাশক সহ সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে এই ওয়েবসাইটগুলির সাহায্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে: 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1989267
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2008020
https://mib.gov.in/sites/default/files/Press%20and%20Registration%20of%20Periodicals%20Act%202023.pdf

 

PG/SKD/AS



(Release ID: 2010998) Visitor Counter : 166