প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মন কি বাত-এর শততম পর্ব উপলক্ষে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী সকলকে অংশগ্রহণের আবেদন জানিয়েছেন

Posted On: 11 APR 2023 2:28PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১১  এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত-এর শততম পর্ব উপলক্ষে আয়োজিত প্রশ্নোত্তর প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণের আবেদন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“#MannKiBaat-এর প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আর মাত্র কয়েকদিন রয়েছে... আপনারা যদি এখনও এই প্রতিযোগিতায় অংশ না নিয়ে থাকেন তাহলে অংশ নিন। এই অনুষ্ঠানের গত ৯৯টি পর্বে পথচলার সঙ্গী হোন, যেখানে সমন্বিত উদ্যোগকে উৎসাহিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

https://www.google.com/url?q=https%3A%2F%2Fquiz.mygov.in%2Fquiz%2Fmann-ki-baat%2F&sa=D&sntz=1&usg=AOvVaw2KpShC5P9_oPkrzs9Ysasx”

 

PG/CB/NS


(Release ID: 1915729) Visitor Counter : 135