প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী ডঃ বালাসাহেব ভিখে পাতিলের আত্মজীবনী প্রকাশ করবেন এবং তাঁর সম্মানে প্রভারা গ্রামীণ শিক্ষা সমিতির নাম পরিবর্তন করবেন

Posted On: 12 OCT 2020 7:35PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১২ অক্টোবর, ২০২০
 



    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৩ই অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডঃ বালাসাহেব ভিখে পাতিলের আত্মজীবনী প্রকাশ করবেন এবং প্রভারা গ্রামীণ শিক্ষা সমিতির নাম পরিবর্তন করে ‘লোকনেতা ডঃ বালাসাহেব ভিখে পাতিল প্রভারা গ্রামীণ শিক্ষা সমিতি’ নাম ঘোষণা করবেন।


    ডঃ বালাসাহেব ভিখে পাতিল একাধিকবার লোকসভার সদস্য হিসেবে দায়িত্বভার সামলেছেন। তাঁর আত্মজীবনীটির নাম ‘দেহ্ ভেছা করণি’ যার অর্থ ‘মহৎ উদ্দেশ্যে নিজের জীবন উৎসর্গ’ করা। তিনি কৃষি ক্ষেত্র এবং সমবায় সহ বিভিন্ন ক্ষেত্রে সমাজের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেছেন।


    গ্রামীণ মানুষকে বিশ্বমানের শিক্ষা প্রদান এবং শিশু কন্যার ক্ষমতায়ণের লক্ষ্যে ১৯৬৪ সালে আহমেদ নগর জেলার লোনিতে প্রভারা গ্রামীণ শিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই সমিতি শিক্ষামূলক, সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতিক ও শিক্ষার্থীদের  মানসিক বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে।
 



CG/SS/NS



(Release ID: 1663859) Visitor Counter : 133