স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড–১৯ এর সর্বশেষ তথ্য

प्रविष्टि तिथि: 18 APR 2020 6:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ এপ্রিল, ২০২০

 

 


দেশে কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নানা উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চপর্যায়ে এগুলি নিয়ে প্রতিনিয়ত পর্যালোচনা করা হচ্ছে।


এই রোগের বিরুদ্ধে অ্যাকশন প্লানের সুফল ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি জেলায় দেখা যাচ্ছে। গত ২৮ দিনে পুডুচেরির মাহে জেলার পর কর্ণাটকের কোডাগু জেলায় নতুন করে সংক্রমিতের কোনো খবর নেই। গত ১৪ দিনে ১২টি রাজ্যে ২২টি জেলায় নতুন করে সংক্রমণের কোনো খবর পাওয়া যায় নি। এই জেলাগুলির মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও কালিংম্পং, অসমের করিমগঞ্জ, গোলাঘাটা, কামরূপ গ্রামীণ, নলবাড়ি ও দক্ষিণ শালমারা, ওডিশার ভদ্রক ও পুরী, বিহারের লখিসরাই, গোপালগঞ্জ ও ভাগলপুর।


কোভিড সংক্রমিতদের মধ্যে এপর্যন্ত মৃতের হার ৩.৩ শতাংশ। ০ – ৪৫ বছরের মধ্যে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ১৪.৪ শতাংশ মারা যাচ্ছেন। ৪৫ – ৬০ বছরের মধ্যে যারা সংক্রমিত হচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই হার, ১০.৩ শতাংশ। ৬০ – ৭৫ বছর বয়সী সংক্রমিত লোকেদের মধ্যে ৩৩.১ শতাংশ এবং ৭৫ বছরের উর্দ্ধে সংক্রমিতদের মধ্যে ৪২.২ শতাংশ রোগী মারা যাচ্ছেন। তথ্য অনুযায়ী যাঁদের বয়স ৬০ বছরের বেশি, সেই সব সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার ৭৫.৩ শতাংশ। আগে থেকেই জটিল অসুখে ভুগছিলেন, এরকম সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার ৮৩ শতাংশ।  অর্থাৎ প্রবীণ নাগরিক এবং জটিল অসুখে ভোগা লোকেদের এই ভাইরাসের ফলে প্রাণের ঝুঁকি বেশি।


বিশ্বজুড়ে পরিস্থিতির পর্যালোচনা করে আইসিএমআর-এর জাতীয় ট্রাস্কফোর্স সব রাজ্যগুলিকে একটি নীতি নির্দেশিকা জারি করেছে। এই নীতি-নির্দেশিকাটি পড়ার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://www.mohfw.gov.in/pdf/ProtocolRapidAntibodytest.pdf

শেষ পাওয়া খবর পর্যন্ত দেশে এখন মোট কোভিড–১৯ এ সংক্রমিতের সংখ্যা, ১৪,৩৭৮ জন।  এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯৯২ জন। অর্থাৎ মোট আক্রান্তের ১৩.৮২ শতাংশ সুস্থ হয়ে গেছেন।


কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতেhttps://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।


কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে technicalquery.covid19[at]gov[dot]in অথবা  ncov2019[at]gov[dot]in - এই দুটি  ই-মেলে যোগাযোগ করা যাবে। এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬  অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

 

 


CG/CB


(रिलीज़ आईडी: 1615901) आगंतुक पटल : 261
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam