প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত ২০৩০ সালে শতবর্ষ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন
प्रविष्टि तिथि:
26 NOV 2025 7:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ নভেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত ২০৩০ সালে শতবর্ষ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব পাওয়ায় আনন্দিত!
ভারতবাসীকে এবং ক্রীড়া পরিমণ্ডলকে অভিনন্দন। আমাদের যৌথ দায়বদ্ধতা ও ক্রীড়াপ্রেম ভারত’কে বিশ্ব ক্রীড়া মানচিত্রে শক্তিশালী জায়গা করে দিয়েছে।
বসুধৈব কুটুম্বকম্ - এই ভাবাদর্শে গভীর উৎসাহের সঙ্গে এইসব ঐতিহাসিক ক্রীড়ানুষ্ঠান উদযাপনের দিকে আমরা উন্মুখ হয়ে রয়েছি।
সারা বিশ্বকে স্বাগত জানাতে আমরা উদগ্রীব!
https://www.commonwealthsport.com/news/4408937/commonwealth-sport-confirms-amdavad-india-as-host-of-the-2030-centenary-games
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2195224)
आगंतुक पटल : 2