প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমস ২০২২-এ পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস দলের প্রথম পদক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 24 SEP 2023 10:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমস ২০২২-এ পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস দলের প্রথম পদক জয়ে দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। দেশের জন্য এই দলের সদস্যরা রৌপ্য পদক জয় করেছেন।

প্রধানমন্ত্রী, অর্জুনলাল জাট এবং অরবিন্দ সিং-কে অভিনন্দন জানিয়েছেন। রোয়িং দলের সদস্যরা দেশের গৌরব বৃদ্ধি করেছেন। দলের সদস্যরা দেশের শক্তি এবং মনোভাবের যথাযথ প্রতিফলন ঘটিয়েছেন তাঁদের ক্রীড়া নৈপুণ্যের মধ্য দিয়ে!! 


***

SSS/CB/SKD


(Release ID: 2180272) Visitor Counter : 2