প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের জি-২০ সভাপতিত্বের মেয়াদ সম্পন্ন হওয়ার পর নিজের বক্তব্য লেখায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী

Posted On: 30 NOV 2023 5:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২৩ 

 

ভারতের জি-২০ সভাপতিত্বের মেয়াদ সম্পন্ন হওয়ার পর নিজের বক্তব্য লেখায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ‘বসুধৈব কুটুম্বকম্‌’ – এর ধারণাই আগামী দিনের মূল মন্ত্র, বলে তিনি উল্লেখ করেছেন। ভারত ধারাবাহিক বিকাশ, মহিলাদের ক্ষমতায়ন এবং বহুপাক্ষিকতার পথ ধরে এগিয়ে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। ঐ নিবন্ধের জন্য একটি লিঙ্ক শেয়ার করেছেন প্রধানমন্ত্রী (https://nm-4.com/Fy2eo6)। 
এক্স পোস্টে তিনি একথা জানিয়েছেন। 

 

SSS/AC/SB


(Release ID: 2179540) Visitor Counter : 2