শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মস্কোতে ভিটিবি রাশিয়া কলিং বিনিয়োগ মঞ্চে প্রধানমন্ত্রী মোদীর ‘ভারত প্রথম’ নীতি এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির প্রশংসা করেন

রাষ্ট্রপতি পুতিন ভারতের উৎপাদন ক্ষেত্রে কাজ শুরু করার বিষয়ে রাশিয়ার আগ্রহ প্রকাশ করেন

प्रविष्टि तिथि: 05 DEC 2024 12:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ ডিসেম্বর, ২০২৪ 

 

রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মস্কোয় আয়োজিত পঞ্চদশ ভিটিবি রাশিয়া কলিং বিনিয়োগ মঞ্চের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘ভারত প্রথম’ নীতি এবং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির প্রশংসা করেন। রাষ্ট্রপতি পুতিন উন্নয়নের জন্য যথাযথ পরিবেশ গড়ে তুলতে ভারতের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এই নীতিগুলি ভারতের উন্নয়নে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 
রুশ রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগটি ভারতে তৈরি পণ্য সামগ্রীর প্রচার ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে এবং বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে ভারতের অর্থনৈতিক অগ্রগতি হয়ে চলেছে বলে তিনি মন্তব্য করেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি করতে ভারত সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। রুশ রাষ্ট্রপতি বিশেষ করে, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে বিশেষ নজর দিয়ে যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেদিকে আলোকপাত করেন। 
রাষ্ট্রপতি পুতিন ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গে সাযুজ্য রেখে ভারতে উৎপাদন কারখানা স্থাপনের জন্য রাশিয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন। ভারতে বিনিয়োগ লাভজনক বলে তিনি মন্তব্য করেন। জাতীয় স্বার্থে অগ্রাধিকার দিয়ে ভারত সরকার যেভাবে কাজ করছে, সেই বিষয়টিও উল্লেখ করেন রুশ রাষ্ট্রপতি। 
তিনি বলেন, ভারতে উৎপাদন কারখানা স্থাপনের জন্য রাশিয়া প্রস্তুত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘ভারত প্রথম’ নীতি আমাদের অনুপ্রাণিত করেছে। সম্প্রতি রুশ সংস্থা রোশ নেফট ভারতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে তিনি জানান।
রাষ্ট্রপতি পুতিন ব্রিকস্‌ - এর অগ্রগতির প্রেক্ষাপটে রাশিয়ার আমদানী হ্রাস কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্রিকস্‌ - এর অংশীদার দেশগুলিকে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করার জন্য আহ্বান জানান। 
বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন -  http://en.kremlin.ru/events/president/news/75751

 

PG/PM/SB


(रिलीज़ आईडी: 2081256) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Urdu , Marathi , Nepali , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam