প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর রৌপ্য পদক জয়ী অজিত সিং-কে অভিনন্দন বার্তা

Posted On: 04 SEP 2024 10:22AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিসে অনুষ্ঠিত প্যারালিম্পিক্সে রৌপ্য পদক জয়ের জন্য শ্রী অজিত সিং-কে অভিনন্দন জানিয়েছেন। শ্রী সিং পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৪৬ ইভেন্টে রৌপ্য পদক জয় করেছেন। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন; 

“#Paralympics2024-এ অজিত সিং পুরুষদের জ্যাভলিন থ্রো এফ৪৬-এ রৌপ্য পদক জয়ের মাধ্যমে বিরাট সাফল্য অর্জন করেছেন! খেলাধুলার প্রতি তাঁর অঙ্গীকার এবং অধ্যবসায় ভারতকে গর্বিত করেছে।”

 

PG/CB/SKD


(Release ID: 2051654) Visitor Counter : 41