প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রৌপ্য পদক জয়ের জন্য অজিত সিংকে অভিনন্দন জানিয়েছেন
Posted On:
04 SEP 2024 10:22AM by PIB Agartala
নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর, ২০২৪(পিআইবি): প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্যারিস প্যারালিম্পিকস ২০২৪-এ রৌপ্য পদক জয়ের জন্য অজিত সিংকে অভিনন্দন জানিয়েছেন। অজিত সিং পুরুষদের বর্শা নিক্ষেপ এফ-১৬ ইভেন্টে রৌপ্য পদক জয় করেন।
প্রধানমন্ত্রী এক এক্স পোস্ট-এ বলেছেন:
“#Paralympics2024-এ অজিত সিং পুরুষদের বর্শা নিক্ষেপ এফ৪৬-এ রৌপ্য পদক জয়ের মাধ্যমে বিরাট সাফল্য অর্জন করেছেন! খেলাধুলার প্রতি তাঁর অঙ্গীকার এবং অধ্যবসায় ভারতকে গর্বিত করেছে।” #Cheer4Bharat”
***
SKC/SRC/KMD
(Release ID: 2051698)
Visitor Counter : 35