সংস্কৃতিমন্ত্রক

ভারতে ৪৬তম বিশ্ব হেরিটেজ কমিটির ঐতিহাসিক বৈঠক

Posted On: 31 JUL 2024 3:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০২৪

 

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বিভিন্ন ঐতিহ্যবাহী স্থল সংরক্ষণে ভারতের অঙ্গীকারের কথা ফের দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন। ৪৬তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ঐতিহ্যবাহী স্থলগুলির সংরক্ষণে প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। 

এই প্রথম ২১ থেকে ৩১ জুলাই পর্যন্ত ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকের আয়োজন করেছিল ভারত। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশনের সঙ্গে মিলিতভাবে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। ২১ জুলাই বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ৪৬তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। “বিকাশ ভি, বিরাসত ভি”- তাঁর এই ভাবনাকে সামনে রেখে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের জন্য ১ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী তাঁর ভাষণে বলেন, গত ১০ বছরে ভারত আধুনিক উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কাশী বিশ্বনাথ করিডর, অযোধ্যার রাম মন্দির, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্যাম্পাসের মতো বহু ঐতিহ্যবাহী স্থলের সংরক্ষণের কথা তুলে ধরেন তিনি। 

সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তার সময় শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, ১৯টি সাংস্কৃতিক, ৪টি প্রাকৃতিক এবং ১টি যৌথ সম্পত্তি সহ ৪৬তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে ২৪টি নতুন বিশ্ব হেরিটেজ স্থলের কথা তুলে ধরা হয়েছে। আসামের মৈদাম ৪৩তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থলের স্বীকৃতি পেয়েছে, যা এক উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে। আসামের চড়াইদেও জেলায় অবস্থিত মৈদামে অহম রাজবংশের পবিত্র সমাধিস্থল রয়েছে, যা ষষ্ঠ শতকের সাংস্কৃতিক ও স্থাপত্যগত উন্নয়নের বার্তা দিচ্ছে। 

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জানান, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সাংস্কৃতিক সম্পত্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেইসঙ্গে ভারতের প্রত্নতাত্বিক সর্বেক্ষণ আইসিসিআরওএম-এর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে। আন্তর্জাতিক ঐতিহ্যবাহী স্থলগুলির সংরক্ষণে ভারতের ভূমিকার কথা উল্লেখ করে শ্রী শেখাওয়াত কাম্বোডিয়ার অ্যাঙ্করভাট, ভিয়েতনামের চাম এবং মায়ানমারের স্তূপের কথা তুলে ধরেন। সাংস্কৃতিক ঐতিহ্য স্থলের সংরক্ষণে ভারতের ৫৬টি সম্পত্তির সম্ভাব্য তালিকার কথা উল্লেখ করেন তিনি। 

৪৬তম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠকে সংরক্ষণ, আন্তর্জাতিক সহায়তা এবং বিভিন্ন দেশ ও সংগঠনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

আরও তথ্যের জন্য নিচের লিঙ্কগুলিতে ক্লিক করুন :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031268

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038168

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037604

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2037495

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039130

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034693

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034457

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2033506

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031567

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031268

 

PG/MP/NS…



(Release ID: 2039777) Visitor Counter : 24