প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আসন্ন জিপিএআই শিখর সম্মেলন উপলক্ষে লিঙ্কডিন পোস্টে প্রধানমন্ত্রীর লেখা

Posted On: 08 DEC 2023 9:14AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর, ২০২৩

 

কৃত্রিম মেধা নিয়ে আসন্ন বৈশ্বিক সহযোগিতা শিখর সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লিঙ্কডিন পোস্টে তাঁর মতামত লিখেছেন। 

নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করলে প্রধানমন্ত্রীর লেখা বার্তাটি পাওয়া যাবে।

https://www.linkedin.com/pulse/celebrating-ai-indian-talent-narendra-modi-erl5f

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন :

“আমরা এক আকর্ষণীয় সময়ের মধ্যে দিয়ে চলেছি, কৃত্রিম মেধা যাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে। যার ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে

প্রযুক্তি 🖥

উদ্ভাবন 🧪

স্বাস্থ্য সুরক্ষা  🩺

শিক্ষা   📖

কৃষি   🌾

আারও অনেক কিছুতে।

https://www.linkedin.com/pulse/celebrating-ai-indian-talent-narendra-modi-erl5f


আগামী ১২ তারিখ থেকে শুরু হতে যাওয়া অত্যন্ত আকর্ষণীয় জিপিএআই শিখর সম্মেলন উপলক্ষে @LinkedIn Post –এ লিখেছি। অবশ্যই অংশ নিন!”
    


PG/AB/NS….


(Release ID: 1983931) Visitor Counter : 82