প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নজর দিয়ে মহিলা সাংসদরা আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তুলছেন: প্রধানমন্ত্রী

Posted On: 11 OCT 2023 8:59PM by PIB Kolkata

নতুনদিল্লি ১১ অক্টোবর

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় গণতন্ত্রের সমৃদ্ধির ক্ষেত্রে মহিলা সাংসদদের ভূমিকার কথা স্বীকার করেছেন এবং আশাপ্রকাশ করে বলেছেন যে, নারী শক্তি বন্দন অধিনিয়ম মানুষের কন্ঠস্বরকে আরও শক্তিশালী করবে। 

এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে এক পোস্টে একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন:

“মহিলা সাংসদরা কীভাবে ভারতীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত করে তুলছেন এবং স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো সহ অন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে নজর দিয়ে চলেছেন, সে প্রসঙ্গে একটি চিত্তাকর্ষক নিবন্ধ লিখেছেন @ShamikaRavi । এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক প্রবণতা, যেখানে নারী শক্তি বন্দন অধিনিয়ম মানুষের কণ্ঠস্বরকে কীভাবে য়আরও শক্তিশালী করতে পারে, তা তুলে ধরা হয়েছে।”


https://indianexpress.com/article/columns/women-mps-contribution-has-increased-in-parliament-data-proves-it-8977046/ "


PG/MP/CS


(Release ID: 1967001) Visitor Counter : 83