প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নমো অ্যাপ-এ গরীব কল্যাণের নয় বছর উপলক্ষে যে বিস্তৃত নিবন্ধ ছাপা হয়েছে তা সকলের সঙ্গে ভাগ করেছেন প্রধানমন্ত্রী

Posted On: 01 JUN 2023 10:22AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ জুন, ২০২৩


 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নমো অ্যাপ-এ গরীব কল্যাণের নয় বছর উপলক্ষে যে বিস্তৃত নিবন্ধ ছাপা হয়েছে তা সকলের সঙ্গে ভাগ করেছেন।প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :

“দরিদ্র জনগণের সঙ্গে কাজ করা প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য বিশেষ সম্মানের ও প্রাপ্তির। আমাদের এই যাত্রা চলবে। নমো অ্যাপ-এ #9YearsOfGaribKalyan বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তৃত বিবরণ রয়েছে। আপনারা পড়ুন।”

CG/PM/DM/


(Release ID: 1929014) Visitor Counter : 128