প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এনএক্সপি সেমি-কন্ডাক্টর্স-এর সিইও সাক্ষাৎ করেছেন

Posted On: 30 MAR 2023 10:16AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এনএক্সপি সেমি-কন্ডাক্টর্স-এর সিইও শ্রী কুর্ট সিভার্স সাক্ষাৎ করেছেন।

এনএক্সপি-র একটি ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন :

“এনএক্সপি-র সিইও শ্রী কুর্ট সিভার্স-এর সঙ্গে দেখা হওয়ায় আনন্দিত। আলোচনা হল সেমি-কন্ডাক্টর্স এবং উদ্ভাবনের বিশ্বে পরিবর্তিত পটভূমিকা নিয়ে। ভারত আমাদের মেধাবী যুব সমাজের শক্তিতে এই ক্ষেত্রগুলিতে প্রধান চালিকাশক্তি হয়ে উঠছে।”

PG/AP/DM


(Release ID: 1912206) Visitor Counter : 143