প্রধানমন্ত্রীরদপ্তর

কর্ণাটকের মাণ্ডিয়ায় তাঁর সাম্প্রতিক সফরের কিছু ছবি প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন


কর্ণাটক উন্নয়নের চালিকাশক্তি, দেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে এই রাজ্যের অবদান রয়েছে : প্রধানমন্ত্রী

Posted On: 13 MAR 2023 11:03AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৩


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মাণ্ডিয়ায় তাঁর সাম্প্রতিক সফরের কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মাণ্ডিয়া একটি চমৎকার জায়গা। ঐ অঞ্চলের মানুষের ভালোবাসা সব সময় মনে থাকবে।

মাণ্ডিয়ার সাংসদ শ্রীমতী সুমালতা অম্বরিশের এক ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :

“মাণ্ডিয়া একটি চমৎকার জায়গা। ঐ অঞ্চলের মানুষের ভালোবাসা সব সময় মনে থাকবে।”

এক নাগরিক, রঙ্গরাজ বিন্দিগনাভিলের আরও একটি ট্যুইট বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :

“কর্ণাটক উন্নয়নের চালিকাশক্তি, দেশের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে এই রাজ্যের অবদান রয়েছে। এই মহান রাজ্যের জনসাধারণের জন্য কাজ করতে পারা সম্মানের বিষয়।”

 


PG/CB/DM/



(Release ID: 1906403) Visitor Counter : 107