প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বিশিষ্ট তেলেগু অভিনেতা শ্রী কৈকালা সত্যনারায়ণার প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন

Posted On: 23 DEC 2022 1:23PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৩  ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট তেলেগু অভিনেতা শ্রী কৈকালা সত্যনারায়ণার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব শ্রী কৈকালা সত্যনারায়ণা গারুর প্রয়াণে আমি শোকাহত। চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে তাঁর নজরকাড়া অভিনয়ের জন্য সব প্রজন্মের দর্শকের কাছে তিনি জনপ্রিয় ছিলেন। তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধ ভক্তদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।”

PG/CB/NS


(Release ID: 1886033) Visitor Counter : 140