প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ১২ সেপ্টেম্বর আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন বিশ্ব ডেয়ারি শিখর সম্মেলন ২০২২ – এর উদ্বোধন করবেন

Posted On: 10 SEP 2022 9:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্ট আয়োজিত আন্তর্জাতিক ডেয়ারি ফেডারেশন বিশ্ব ডেয়ারি শিখর সম্মেলন (আইডিএফডব্লিউডিএস), ২০২২ এর উদ্বোধন করবেন। চারদিনের এই শিখর সম্মেলন চলবে ১২-১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিশ্ব এবং ভারতীয় ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন বিশেষজ্ঞ, কৃষক, নীতি প্রণেতা, শিল্প মহলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ৫০টি দেশের ১ হাজার ৫০০-রও বেশি অংশগ্রহণকারী থাকবেন চারদিনের এই সম্মেলনে। এবারের মূল ভাবনা ‘পুষ্টি ও জীবনযাপনের জন্য দুগ্ধজাত সামগ্রী’। এর আগে ১৯৭৪ সালে ভারতে এ ধরনের শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

ভারতীয় ডেয়ারি শিল্প বিশেষভাবে বিশ্বের কাছে পরিচিত। কারণ, এটি সমবায় মডেলে মূলত গড়ে তোলা হয়েছে। এ থেকে দুগ্ধজাত শিল্পের সঙ্গে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিশেষত মহিলাদের ক্ষমতায়ন হয়। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির ফলে সরকার ডেয়ারি ক্ষেত্রের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে, গত ৮ বছরে দুগ্ধ উৎপাদন বেড়েছে ৪৪ শতাংশেরও বেশি। ভারতীয় ডেয়ারি শিল্পের সাফল্য বিশেষ। বিশ্ব বাজারের ২৩ শতাংশ দুগ্ধ উৎপাদন হয় ভারতে। ৮ কোটিরও বেশি দুগ্ধজাত সামগ্রীর সঙ্গে যুক্ত কৃষকদের ক্ষমতায়ন হয়েছে। এই শিখর সম্মেলন বিশ্ব বাজারে ভারতীয় ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত কৃষকদের পরিচয় ঘটাতে বিশেষ সহায়ক হবে।
 

PG/PM/SB


(Release ID: 1858589) Visitor Counter : 148