প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আগামীকাল 'মাতৃভূমি'-র শতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন

Posted On: 17 MAR 2022 11:07AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৭ মার্চ, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে  মালয়ালি দৈনিক 'মাতৃভূমির' শতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন। 
 
উল্লেখ করা যেতে পারে, মালয়ালি পত্রিকা মাতৃভূমির প্রকাশনা ১৯২৩-এর ১৮ মার্চ শুরু হয়। এই পত্রিকা সামাজিক সংস্কার এবং উন্নয়নমূলক বিষয়গুলির প্রচারে সর্বদাই অগ্রভাগে থেকেছে। সেই সঙ্গে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিকে জনসমক্ষে তুলে ধরেছে। মাতৃভূমি দৈনিকের ১৫টি সংস্করণ এবং ১১টি পত্র-পত্রিকা রয়েছে। এছাড়াও মাতৃভূমি পুস্তক প্রকাশ বিভাগের পক্ষ থেকে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করা হয়। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1807020) Visitor Counter : 175