অর্থমন্ত্রক
'প্রতি ঘরে, নলবাহিত পানীয় জল' প্রকল্পে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ; ৩.৮ কোটি ঘরকে এর আওতায় আনা হবে
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ৪৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৮০ লক্ষ গৃহ নির্মাণের পরিকল্পনা
Posted On:
01 FEB 2022 1:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২২
'প্রতি ঘরে, নল বাহিত পানীয় জল' প্রকল্পে ২০২২-২৩ অর্থবছরে ৩.৮ কোটি পরিবারের জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আজ সংসদে কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ পেশ করার সময় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারমণ বলেছেন যে, ২০১৪ সালে ক্ষমতায় এসে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর উপর সরকারের দৃষ্টি নিক্ষেপ ছিল। এমন সব কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা আবাসন, বিদ্যুৎ, রান্নার গ্যাস এবং পানীয় জলের পরিষেবা প্রদান করেছে।
অর্থমন্ত্রী বলেছেন যে, প্রতি ঘরে নল বাহিত পানীয় জল প্রকল্পে ৮.৭ কোটির মধ্যে ইতিমধ্যেই গত দু'বছরে ৫.৫ কোটি পরিবারকে জল সরবরাহ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা-
অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন বাজেট পেশ করে বলেছেন যে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি নির্মাণের জন্য ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার গুলির সাথে একত্রিত হয়ে কাজ করবে গ্রাম এবং শহরাঞ্চলে মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্য আবাসন করে দিতে।
ভাইব্রেন্ট গ্রাম কর্মসূচি-
অর্থমন্ত্রী নতুন ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় দেশের উত্তর সীমান্তে গ্রাম গুলিকে একত্রিত করার প্রস্তাব করেছেন। বিরল ও সীমিত জনসংখ্যা, সংযোগ এবং পরিকাঠামোগত সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে এই সীমান্তবর্তী গ্রামগুলি বাদ পড়ে যায়। দেশের এই ধরনের গ্রামগুলিকে নতুন ভাইব্রেন্ট গ্রামের তালিকায় আনা হবে। এর ফলে গ্রামগুলির পরিকাঠামোগত উন্নয়ন যেমন হবে তেমনি, আবাসন, পর্যটনকেন্দ্র, সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষামূলক ক্ষেত্রের প্রসার ঘটবে। দূরদর্শনের সংযোগ করা হবে।
CG/ SB
(Release ID: 1794446)
Visitor Counter : 529
Read this release in:
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Kannada
,
Tamil
,
English
,
Gujarati
,
Telugu
,
Malayalam