অর্থমন্ত্রক

সড়ক, রেল, বিমান বন্দর, বন্দর, গণ-পরিবহণ, জলপথ পরিবহণ এবং পণ্য পরিবহণের পরিকাঠামো- এই ৭টি চালিকাশক্তির মাধ্যমে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান অর্থনীতির সংস্কার, বহুস্তরীয় যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহণে আর্থিক সংস্কারের সূচনা করবে

Posted On: 01 FEB 2022 12:49PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ০১ ফেব্রুয়ারি, ২০২২

           

আর্থিক বিকাশ ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে একটি সংস্কারমূলক উদ্যোগ হল পিএম গতিশক্তি। সড়ক, রেল, বিমান বন্দর, বন্দর, গণ-পরিবহণ, জলপথ পরিবহণ এবং পণ্য পরিবহণের পরিকাঠামো- এই ৭টি চালিকাশক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। ২০২২-২৩ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেন, এই ৭টি চালিকাশক্তি দেশের অর্থনীতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই চালিকা শক্তিগুলিকে তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, বিপুল পরিমাণে জল সংগ্রহ এবং পয়ঃনিষ্কাষণ ও সামাজিক পরিকাঠামো গড়ার কাজে ব্যবহার করা হবে।

শ্রীমতী সীতারমন বলেন, ২০২২-২৩ সালের মধ্যে দেশে জাতীয় সড়কের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৫ হাজার কিলোমিটার। সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে এ সংক্রান্ত বিষয়ে সর্বশেষ তথ্য পৌঁছে দেওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা হয়েছে। দেশের চারটি স্থানে বহুস্তরীয় লজিস্টিক্স পার্ক গড়ে তোলা হবে। আঞ্চলিক ব্যবসাকে লাভজনক করে তোলার জন্য এবং সরবরাহ শৃঙ্খল বজায় রাখতে এক স্টেশন, এক পণ্য ভাবনাকে জনপ্রিয় করে তোলা হবে। কবচ প্রকল্পের আওতায় দেশজুড়ে ২ হাজার কিলোমিটার রেলপথ নির্মিত হবে। এর পাশাপাশি ৪০০টি অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হবে। অর্থমন্ত্রী মেট্রোর মতো অত্যাধুনিক পরিবহণ ব্যবস্থা শুরু করার প্রস্তাব দিয়েছেন। পণ্য পরিবহণের ক্ষেত্রে বহুস্তরীয় ১০০টি কার্গো টার্মিনাল তৈরি করা হবে। আগামী তিন বছরের মধ্যে এই টার্মিনালে মালপত্র ওঠানো-নামানোর কাজ শুরু করতে হবে। সরকারি-বেসরকারী অংশীদারিত্বে জাতীয় রোপওয়ে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হবে। ২০২২-২৩ অর্থবর্ষে ৬০ কিলোমিটার পথে রোপওয়ে চলাচল করার জন্য ৮টি প্রকল্প রূপায়িত হবে। ২০২২-২৩ অর্থবর্ষে এই কাজ শুরু হবে। এই প্রকল্প ভবিষ্যতে শহরের ঘিঞ্জি এলাকাতেও শুরু করা যেতে পারে।

 

CG/CB /NS



(Release ID: 1794337) Visitor Counter : 299