প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৩০শে জানুয়ারি মন কি বাত অনুষ্ঠানের জন্য নাগরিকদের কাছ থেকে তাঁদের মতামত ও পরামর্শ চেয়েছেন

Posted On: 19 JAN 2022 11:12AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩০শে জানুয়ারি রবিবার মন কি বাত অনুষ্ঠানের জন্য নাগরিকদের কাছ থেকে তাঁদের মতামত ও পরামর্শ চেয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এই মাসের ৩০ তারিখে ২০২২ সালের প্রথম #MannKiBaat অনুষ্ঠান সম্প্রচারিত হবে। আমি নিশ্চিত, আপনাদের কাছে অনুপ্রেরণাদায়ক অনেক ঘটনা ও তথ্য আছে, সেগুলি আপনারা @mygovindia অথবা নমো অ্যাপের মাধ্যমে জানান। 1800 – 11 – 7800’তে আপনার বার্তা রেকর্ড করেও পাঠাতে পারেন”।

 

CG/CB/SB


(Release ID: 1790985) Visitor Counter : 171