প্রধানমন্ত্রীরদপ্তর

আপনি আপনার সেরাটা দিয়েছেন এবং সেটাই গুরুত্বপূর্ণ : তলোয়ার খেলোয়াড় ভবানী দেবীর উদ্দেশে বলছেন প্রধানমন্ত্রী

Posted On: 26 JUL 2021 9:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ জুলাই, ২০২১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় তলোয়ার খেলোয়ার সিএ ভবানী দেবীর প্রচেষ্টায় উচ্ছ্বসিত প্রশংসা জানিয়েছেন । ভবানী দেবী অলিম্পিকে ভারতের হয়ে তলোয়ার খেলায় প্রথম জয় এনে দিলেও পরের রাউন্ডে হেরে যান ।
অলিম্পিয়ান ভবানী দেবীর একটি আবেগঘন ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী এক ট্যুইটবার্তায় জানিয়েছেন : “আপনি আপনার সেরাটা দিয়েছেন এবং সেটাই গুরুত্বপূর্ণ ।
জয়-পরাজয় জীবনের অংশ । আপনার অবদানে ভারত গর্বিত ।
আপনি ভারতের মানুষের জন্য অনুপ্রেরণা ।”

CG/SS/RAB


(Release ID: 1741486) Visitor Counter : 142