প্রধানমন্ত্রীরদপ্তর

কথাকলি নৃত্যের দিকপাল, গুরু সেমেঞ্চেরি কুনহিরামান নায়ারের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

प्रविष्टि तिथि: 15 MAR 2021 4:51PM by PIB Kolkata

নতুনদিল্লি, ১৫ই মার্চ , ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কথাকলি নৃত্যশিল্পী, গুরু সেমেঞ্চেরি কুনহিরামান নায়ারের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।  

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “কথাকলি নৃত্যশিল্পী, গুরু সেমেঞ্চেরি কুনহিরামান নায়ারের প্রয়াণে আমি মর্মাহত। ভারতীয়  সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি তাঁর ভালবাসা ছিল অপরিসীম। আমাদের শাস্ত্রীয় নৃত্যে উদীয়মান প্রতিভাদের বিকশিত করার কাজে তাঁর প্রয়াস ছিল ব্যতিক্রমী। তাঁর পরিবাদের সদস্যদের ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।“

***

 

 

CG/CB


(रिलीज़ आईडी: 1704961) आगंतुक पटल : 257
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam