প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী আগামীকাল স্বামী চিদভবানন্দজীর ভগবদ গীতার কিন্ডল সংস্করণ প্রকাশ করবেন
Posted On:
10 MAR 2021 4:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ ২০২১
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১১ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ভার্চ্যুয়াল পদ্ধতিতে স্বামী চিদভবানন্দজীর ভগবদ গীতার কিন্ডল সংস্করণ প্রকাশ করবেন। স্বামী চিদভবানন্দজীর ভগবদ গীতার ৫ লক্ষেরও বেশি মুদ্রিত সংস্করণ বিক্রয় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্বামী চিদভবানন্দজী তামিলনাডুর তিরুচিরাপল্লীর তিরুপুরাইথুরাইতে শ্রীরামকৃষ্ণ তপোবন আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী চিদভবানন্দজী প্রায় ১০০টি গ্রন্থ রচনা করেছেন এবং সাহিত্যের সমস্ত ধারায় তাঁর লেখনীর দক্ষতা রয়েছে। ভগবদ গীতা সম্পর্কে তাঁর পাণ্ডিত্যপূর্ণ লেখনী সর্বাধিক সমাদৃত গ্রন্থগুলির অন্যতম হয়ে উঠেছে। ১৯৫১ সালে গীতার তামিল সংস্করণ প্রকাশিত হয়েছিল। এরপর ১৯৬৫ সালে এই গ্রন্থের ইংরাজি অনুবাদ হয়। তাঁর অনুগামীরা এই গ্রন্থের তেলেগু, ওড়িয়া, জার্মান ও জাপানী ভাষায় অনুবাদ করেছেন।
***
CG/BD/SB
(Release ID: 1703917)
Visitor Counter : 151
Read this release in:
Odia
,
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Malayalam