প্রধানমন্ত্রীরদপ্তর

পিএসএলভি – সি৫১ / অ্যামাজোনিয়া – ১ মিশনের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণে এনএসআইএল ও ইসরোর সাফল্যে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 28 FEB 2021 1:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮শে ফেব্রুয়ারী, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, প্রথম বাণিজ্যিকভাবে সফল উৎক্ষেপণের জন্য ইসরো ও এনএসআইএল –কে অভিনন্দন জানিয়েছেন। এই দুটি সংস্থা পিএসএলভি – সি৫১ / অ্যামাজোনিয়া – ১ মিশনের বাণিজ্যিক উৎক্ষেপণ করেছে।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “এনএসআইএল ও @isro-র পিএসএলভি – সি৫১ / অ্যামাজোনিয়া – ১ মিশনের প্রথম বাণিজ্যিক সফল উৎক্ষেপনে অভিনন্দন জানাই। আমাদের দেশের মহাকাশ ক্ষেত্রের সংস্কারের এক নতুন যুগের সূচনা হল। আমাদের যুব সম্প্রদায়ের উৎসাহ ও উদ্ভাবনের প্রতিফলন – চারটি ছোট কৃত্রিম উপগ্রহ সহ ১৮টি কো-প্যাসেঞ্জারের উৎক্ষপেণ।” প্রধানমন্ত্রী ব্রাজিলের রাষ্ট্রপতি জায়ের বোলসোনারোকেও ব্রাজিলের কৃত্রিম উপগ্রহ অ্যামাজোনিয়া – ১,  পিএসএলভি – সি৫১ –এর সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন।  

প্রধানমন্ত্রী আরেকটি ট্যুইট বার্তায় বলেছেন, “রাষ্ট্রপতি @jairbolsonaro-কে পিএসএলভি – সি৫১ / অ্যামাজোনিয়া – ১ মিশনের প্রথম বাণিজ্যিক সফল উৎক্ষেপণে অভিনন্দন জানাই। আমাদের মহাকাশ সংক্রান্ত সহযোগিতার এটি একটি ঐতিহাসিক মুহুর্ত এবং আমি ব্রাজিলের বিজ্ঞানীদেরও অভিনন্দন জানাই।”  

  ***

 

 

CG/CB/SFS


(Release ID: 1701583) Visitor Counter : 266