স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে পরপর ১৩ দিন আক্রান্তের সংখ্যা ১০ লক্ষেরও নীচে রয়েছে; সপ্তাহান্তে একদিন বেশি সত্ত্বেও ভারতে পরপর তিন দিন ১০ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা

Posted On: 04 OCT 2020 11:14AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অক্টোবর,  ২০২০
 
 
 
ভারতে পরপর ১৩ দিন লাগাতার অগ্রগতি অব্যাহত রেখে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের নীচে সীমিত রয়েছে। দেশে আজ পর্যন্ত সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৩৭ হাজার ৬২৫। এই সংখ্যা গতকালের তুলনায় ৭ হাজার ৩৭১টি কম। 
 
সপ্তাহান্তে একদিন বেশি হওয়া সত্ত্বেও ভারতে প্রতি শুক্র ও শনিবার নমুনা পরীক্ষার সংখ্যা যথাক্রমে ১০ লক্ষ ৯৭ হাজার ৯৪৭, ১১ লক্ষ ৩২ হাজার ৬৭৫ এবং ১১ লক্ষ ৪২ হাজার ১৩১। 
 
ভারতে দৈনিক-ভিত্তিতে নমুনা পরীক্ষায় অগ্রগতির ক্ষেত্রে অপ্রত্যাশিত সাফল্য অর্জিত হয়েছে। দেশে এখন দৈনিক ১৫ লক্ষেরও বেশি করোনার নমুনা পরীক্ষা করা সম্ভব। গত ১০ দিন ধরে দৈনিক-ভিত্তিতে নমুনা পরীক্ষার গড় হার ১১ লক্ষ ৫০ হাজার। 
 
চলতি বছরের জানুয়ারি মাসে নমুনা পরীক্ষার সংখ্যা কেবল ১টি থেকে বেড়ে আজ পর্যন্ত ৭ কোটি ৮৯ লক্ষ ছাড়িয়েছে। একইভাবে, আক্রান্তের সংখ্যা নিরন্তর কমছে। নমুনা পরীক্ষার হার বেশি হওয়ায় আক্রান্তদের দ্রুত চিহ্নিতকরণ এবং সংক্রমণ প্রতিরোধে তাঁদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে।
 
কোভিড-১৯ আক্রান্তদের দ্রুত চিহ্নিতকরণ, এদের আইসোলেশনে রাখা এবং উপযুক্ত চিকিৎসা পরিষেবার ফলে আরোগ্য লাভের হার নিরন্তর বাড়ছে। এমনকি, মৃত্যু হার কমানো সম্ভব হচ্ছে।
 
ভারতে দৈনিক-ভিত্তিতে উচ হারে আরোগ্য লাভের প্রবণতা অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় ৮২ হাজার ২৬০ জন করোনা মুক্ত হয়েছেন। তুলনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮২৯ জন। সদ্য আরোগ্য লাভের সংখ্যা নতুন করে আক্রান্তদের সংখ্যাকে অতিক্রম করেছে। ভারতে আজ পর্যন্ত মোট আরোগ্য লাভের সংখ্যা ৫৫ লক্ষ ৯ হাজার ৯৬৬। দৈনিক-ভিত্তিতে উচ্চ হারে আরোগ্য লাভের প্রবণতা অব্যাহত রয়েছে এবং এর ফলস্বরূপ, জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে ৮৪.১৩ শতাংশ হয়েছে।
 
সদ্য আরোগ্য লাভের ৭৫.৪৪ শতাংশ ঘটনাই ঘটেছে ১০ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে। আক্রান্তদের সংখ্যার দিক থেকে রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র সবার ওপরে থাকার পাশাপাশি নতুন করে সুস্থ হওয়া ব্যক্তিদের সংখ্যার দিক থেকেও এই রাজ্যকে অন্য রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকেও অধিক সংখ্যায় করোনা রোগী আরোগ্য লাভ করছেন। দেশে নতুন করে আক্রান্তদের ৭৭.১১ শতাংশই ১০ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। দেশে আক্রান্তের সংখ্যা এবং সুস্পষ্টভাবে আক্রান্তের মধ্যে ফারাক আরও কমে হয়েছে ১৪.৩২ শতাংশ। 
 
দেশে নতুন করে আক্রান্তদের ৭৮ শতাংশই ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। মহারাষ্ট্র থেকে সর্বাধিক ১৪ হাজার আক্রান্তের খবর মিলেছে। কর্ণাটক থেকে ৯ হাজার ৮৮৬ জন এবং কেরল থেকে ৭ হাজার ৮৩৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
 
দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে মৃত্যুর সংখ্যা ১ হাজারের নীচে নেমে ৯৪০ হয়েছে। মৃতদের ৮০.৫৩ শতাংশ ঘটনাই ঘটেছে ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। দেশে গতকাল মহারাষ্ট্র থেকে ২৭৮ জনের এবং কর্ণাটক থেকে ১০০ জনের করোনাজনিত কারণে মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে মহারাষ্ট্রেও ধীরে ধীরে কমছে।
 
 
 
CG/BD/SB


(Release ID: 1661572) Visitor Counter : 146