স্বরাষ্ট্র মন্ত্রক

দোকান খোলার অনুমতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্টীকরণ

Posted On: 25 APR 2020 11:34AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ এপ্রিল, ২০২০

 



কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গতকাল দোকান খোলার অনুমতির ব্যাপারে লকডাউন ব্যবস্থাপনার সংশোধিত নির্দেশিকায় সংশোধন সংক্রান্ত একটি আদেশ  জারি করেছে।

বিস্তারিত জানতে
(https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1618049 ) লিঙ্কে দেখুন।


 এই নির্দেশিকায় জানানো হয়েছে  যে:

● গ্রামীণ এলাকায় শপিং মলে অবস্থিত দোকান ছাড়া অন্য সব দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। 

 ● শহরাঞ্চলে, এককভাবে থাকা দোকান, প্রতিবেশী এলাকার দোকান এবং আবাসিক কমপ্লেক্সগুলিতে অবস্থিত দোকান খোলার অনুমতি দেওয়া হবে।


তবে বাজার / মার্কেট কমপ্লেক্স এবং শপিংমলগুলিতে অবস্থিত দোকান খোলার অনুমতি দেওয়া হয় নি।

এটি স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ই-কমার্স সংস্থাগুলিকে কেবলমাত্র প্রয়োজনীয় পণ্য বিক্রয় করার অনুমতি দেওয়া হয়েছে ।

 আরও জানানো  হয়েছে যে, মদ বিক্রির পাশাপাশি কোভিড-১৯ এর পরিচালনা সংক্রান্ত জাতীয় নির্দেশিকায় নির্দিষ্ট অন্য কিছু  সামগ্রীর বিক্রিও  নিষিদ্ধ রয়েছে।

  সংশোধিত নির্দেশিকায় সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ বা শহর এলাকার কনটেইনমেন্ট জোন  হিসেবে ঘোষিত কোনো এলাকাতেই দোকান খোলার অনুমতি দেওয়া  হয়  নি।

 

 


CG/SS



(Release ID: 1618117) Visitor Counter : 207