অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিম্ন ও মাঝারি আয়ের অর্থনীতির দেশগুলির মধ্যে পরিকাঠামো ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগে বিশ্ব ব্যাঙ্ক ভারতকে প্রথম পাঁচটি দেশের একটি বলে চিহ্নিত করেছে : আর্থিক সমীক্ষা ২০২৫-২৬

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬ 

 

পরিকাঠামো এখনও ভারতের আর্থিক বিকাশ কৌশলের মূল নির্ণায়ক। ২০১৫ অর্থ বছর থেকে সরকারি মূলধনী ব্যয় এই ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে। পিএম গতিশক্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক মাল্টিমডেল পরিকল্পনায় যে রূপান্তর এসেছিল, জাতীয় লজিস্টিক নীতি এবং ডিজিটাল মঞ্চগুলি তার পরিপূরক ভূমিকা পালন করছে। সরকারি মূলধনী ব্যয় প্রায় ৪.২ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৮ অর্থ বছরে ২.৬৩ লক্ষ কোটি টাকা থেকে ২০২৬ অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১১.২১ লক্ষ কোটি টাকা। আর্থিক সমীক্ষায় বলা হয়েছে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলির মধ্যে পরিকাঠামো ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের হিসেবে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির একটি। রেল পরিকাঠামো ক্ষেত্রে সম্প্রসারণ ঘটেছে। ২০২৬ অর্থ বছরে ৩৫০০ কিলোমিটার লক্ষ্য পথ সংযোজন যুক্ত হয়েছে। অসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অভ্যন্তরীণ বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৪ সালে দেশে বিমানবন্দরের সংখ্যা ৭৪ থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫ – এ ১৬৪-তে দাঁড়িয়েছে। বন্দর ও জাহাজ পরিচালন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। সাম্প্রতিক এই ক্ষেত্রে আইনি সংস্কারের সঙ্গে যুক্ত হয়েছে মার্চেন্ট শিপিং অ্যাক্ট ২০২৫, কোস্টাল শিপিং অ্যাক্ট ২০২৫, ইন্ডিয়া পোর্টস অ্যাক্ট ২০২৫, বিল অফ ল্যান্ডিং অ্যাক্ট ২০২৫ এবং ক্যারেজ অফ গুডস বাই সী অ্যাক্ট ২০২৫। অভ্যন্তরীণ জলপথ পরিষেবায় দেশ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। বিদ্যুৎ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। এর পাশাপাশি, পুনর্নবীকরণযোগ্য শক্তির বিপুল সম্প্রসারণও ঘটেছে। 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2220613) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam