অর্থমন্ত্রক
কৃষি পরিচালন ব্যবস্থায় রাজ্য-ভিত্তিক উদ্ভাবন ফলদায়ক হয়েছে : আর্থিক সমীক্ষা ২০২৫-২৬
प्रविष्टि तिथि:
29 JAN 2026 2:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি, ২০২৬
সাম্প্রতিক বছরগুলিতে ভারতের নানা রাজ্য লক্ষ্য-ভিত্তিক কৃষি সংস্কারে হাত দিয়েছে। এতে ভূমি পরিচালন, বাজার, জল ব্যবস্থাপনা, প্রযুক্তি গ্রহণ এবং ফসলের বৈচিত্র্যকরণ ঘটেছে। ড্রোন প্রযুক্তিকে ব্যবহার করে অন্ধ্রপ্রদেশ রিসার্ভে প্রকল্প রূপায়ণ করেছে। বিহার মুখ্যমন্ত্রী সমীকিত চৌড় বিকাশ যোজনা রূপায়ণ করেছে। মধ্যপ্রদেশ সওদা পাত্রক উদ্যোগ গ্রহণ করেছে, যাতে কৃষকরা ডিজিটাল প্ল্যাটফর্ম মারফৎ ক্রয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ এমএসপি’র সুবিধা পান। অন্ধ্রপ্রদেশ ই-ফার্ম মার্কেট মঞ্চ গড়ে তুলেছে। এতে কৃষক ও ব্যবসায়ীদের যুক্ত করা হয়েছে। আসাম জল ব্যবস্থাপনায় রাজ্য সেচ পরিকল্পনা গ্রহণ করেছে। এই নতুন প্রকল্পে সৌর পাম্পকে যুক্ত করা হয়েছে। উত্তর প্রদেশ ভূ-গর্ভস্থ জল ব্যবহার বিধি গ্রহণ করায় ভূ-গর্ভস্থ জলের স্তর বৃদ্ধি পাচ্ছে। কর্ণাটক ফ্রুটস প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর এবং ন্যূনতম সহায়ক মূল্যের সংস্থান করেছে। ঝাড়খন্ড জিআইএস-ভিত্তিক ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং এগ্রি স্ট্যাক প্রকল্প হাতে নিয়েছে। এতে জলবায়ু-ভিত্তিক নানা পরিকল্পনা গ্রহণের সঙ্গে কৃষকদের যুক্ত করা হচ্ছে। বিহারের কৃষি নকশা মৎস্য ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2220446)
आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam