অর্থমন্ত্রক
ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ভারতকে দক্ষ করতে তুলতে হবে : অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২০২৬
प्रविष्टि तिथि:
29 JAN 2026 1:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ জানুয়ারি ২০২৬
ভারত তার জনসংখ্যার লভ্যাংশ তুলতে তৎপর। বিবর্তনশীল শ্রমবাজারের প্রয়োজন মেটাতে ভবিষ্যতের দিকে তাকিয়ে দক্ষ করে তোলার ব্যবস্থা করা হচ্ছে।
১৬৯ ধরনের কাজে এমএসকিউএফ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইটিআই স্তরে দক্ষতা পরিমণ্ডল শক্তিশালী হচ্ছে সংস্কারের মাধ্যমে। ১০০০ সরকারি আইটিআই-এর উন্নীতকরণের প্রস্তাব নেওয়া হয়েছে।
দক্ষ করে তোলার পাশাপাশি কর্মসংস্থানের জন্য গোটা ব্যবস্থায় শিল্পমহলকে যুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত পিএমকেভিওয়াই ৪-এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এমএসকিউএফ সংশ্লিষ্ট কাজে। সমীক্ষা অনুযায়ী নিয়মিত রোজগার মেলা এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা কর্মদাতা এবং কর্মপ্রার্থীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি করেছে। এসআইডিএইচ, এনসিএস এবং ই-শ্রম পোর্টালের সংহতি একটি ডিজিটাল শক্তিশালী পরিকাঠামো গড়ে তুলেছে।
অ্যাপ্রেন্টিসশিপ পরিমণ্ডলও নীতিগত এবং কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (এনএপিএস) এবং এনএটিএস প্রসারিত হয়েছে বিস্তৃত ক্ষেত্র এবং সংস্থাজুড়ে। ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পিএম-এনএপিএস অধীনে ৪৩.৪৭ লক্ষ অ্যাপ্রেন্টিসশিপ যুক্ত হয়েছে। মহিলাদের অংশগ্রহণ পৌঁছেছে ২০ শতাংশে। ২৫ অর্থবছরে এনএটিএস কর্মসূচিতে ৫.২৩ লক্ষ অ্যাপ্রেন্টিস যুক্ত হয়েছে।
যেহেতু ভারতের অগ্রগতি অব্যাহত, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এগোচ্ছে এবং সরকারের পূর্ণাঙ্গ পদক্ষেপে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান চলছে পাশাপাশি। শিল্পমুখী দক্ষতাকরণ কর্মের জন্য প্রস্তুত কৃতীদের জন্য কেন্দ্রীয় ধারণা। দক্ষতার সঙ্গে শিল্প জগতের যোগাযোগ বাড়াতে যা জরুরি।
SC/AP/AS
(रिलीज़ आईडी: 2220382)
आगंतुक पटल : 4