তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

এআই-য়ের যুগে ক্রমবর্ধমান ভুল তথ্যের মধ্যে প্রেসের বিশ্বাসযোগ্যতা রক্ষা আমাদের সম্মিলিত দায়িত্ব

নতুন দিল্লিতে জাতীয় প্রেস দিবসের অনুষ্ঠানে শ্রী অশ্বিনী বৈষ্ণব

Posted On: 16 NOV 2025 4:44PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২৫

 

প্রেস হচ্ছে গণতান্ত্রিক দেশে নাগরিকদের চোখ এবং কান। যখন আমরা জাতীয় প্রেস দিবস উদযাপন করছি, এআই-এর এই যুগে ক্রমবর্ধমান ভুল তথ্যের মধ্যে নাগরিকদের ক্ষমতায়নের জন্য প্রেসের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উদ্বেগের সঙ্গে এই ভাবনাই প্রকাশ করলেন। এ বছরের থিম “সেফগার্ডিং প্রেস ক্রেডিবিলিটি অ্যামিডসট রাইজিং মিসইনফরমেশন”- এর সঙ্গে সভার সুর বেঁধে দিয়ে পিসিআই চেয়ারপার্সন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই বলেন, “এআই কখনও মানব মনের পরিবর্ত হতে পারবে না”। বিচার, বোধ এবং দায়িত্বজ্ঞান যা প্রতিটি সাংবাদিককে পথ দেখায় তাকে প্রতিরোধ করতেই হবে ভুল তথ্যের।

মুখ্য ভাষণে পিটিআই-এর সিইও বিজয় যোশী সমাজে আজ আমরা যার মুখোমুখি সেই তথ্যমহামারির মোকাবিলায় সমাধান বাতলান। তিনি বলেন, “চিরাচরিত সংবাদ মাধ্যমে গতির তুলনায় এবং ডিজিটাল মিডিয়ায় এআই- পরিচালিত সংবাদের তুলনায় সঠিক তথ্যের ওপর জোর দিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার, রেল এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু এবং পিসিআই-এর সচিব শ্রীমতী শুভা গুপ্তা।

বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় এবং সাংবাদিকতার উঁচু মান ধরে রাখতে পিসিআই-এর দায়িত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকতার প্রয়োজন সততা, নিঁখুত তথ্য এবং দায়বদ্ধতা, বিশেষ করে বর্তমানে যখন ভুল তথ্য ও প্রযুক্তির অপব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, পিসিআই কমিটি এবং তথ্য অনুসন্ধানকারী দল গড়েছে। সাংবাদিকদের তিনি দায়িত্বের সঙ্গে প্রতিটি তথ্য যাচাই করার পরামর্শ দেন। কল্যাণমূলক কর্মসূচি এবং বিমার মাধ্যমে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার গুরুত্বের ওপর জোর দেন তিনি এবং বলেন, পিসিআই-এর ইন্টার্নশিপ কর্মসূচি তরুণ সাংবাদিকদের নৈতিকতা শিখতে সাহায্য করছে। 


পিটিআই-এর সিইও শ্রী বিজয় যোশী জানান, গণতন্ত্রের নৈতিক পাহারাদার হিসেবে সংবাদ মাধ্যমকে শক্তিশালী নৈতিকতা পালন করতে হবে। তিনি সাংবাদিকদের সত্য খবর সুনিশ্চিত করতে আরও যত্নের সঙ্গে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান।

 

SC/AP/NS….


(Release ID: 2190743) Visitor Counter : 6