প্রধানমন্ত্রীরদপ্তর
রোজগার মেলার আওতায় ৫১ হাজারেরও বেশি নিয়োগপত্র বিতরণ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
प्रविष्टि तिथि:
28 OCT 2023 3:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোম্বর, ২০২৩
নমস্কার !
রোজগার মেলার যাত্রা এই মাসে এক তাৎপর্যপূর্ণ স্তরে পৌঁছেছে। গত বছর অক্টোবরেই রোজগার মেলা কর্মসূচির সূচনা হয়। সেই থেকে এনডিএ ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধারাবাহিকভাবে আয়োজিত বিভিন্ন রোজগার মেলায় লক্ষ লক্ষ তরুণ - তরুণী নিয়োগপত্র পেয়েছেন। আজও ৫০ হাজার যুবক - যুবতীর হাতে পৌঁছে গেল নিয়োগপত্র।
বন্ধুরা,
এই বিষয়টি তরুণ প্রজন্মের কল্যাণে আমাদের দায়বদ্ধতার প্রমাণ। আমরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুতি নিয়ে এসেছি। এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া এখন সম্পন্ন হচ্ছে অর্ধেক সময়ে। শুধু তাই নয়, হিন্দি, ইংরাজির পাশাপাশি ১৩ টি আঞ্চলিক ভাষায় এখন এসএসসির পরীক্ষা দেওয়া যাচ্ছে।
বন্ধুরা,
ভারতের দ্রুত বিকাশ কর্মসংস্থানের পরিসর বাড়িয়ে তুলছে। পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রসার হচ্ছে দ্রুত। ক্রীড়া ক্ষেত্রের সম্পর্কেও একই কথা প্রযোজ্য। কোনো একটি ক্ষেত্রের প্রসার হলে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান বেশ কয়েকগুণ বেড়ে যায়।
বন্ধুরা,
শ্রমনিবিড় চিরাচরিত ক্ষেত্রগুলিকে আরও প্রসারিত করছি আমরা। পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তি, মহাকাশ প্রভৃতি নতুন ক্ষেত্রগুলিও প্রসারিত হচ্ছে দ্রুত। বিভিন্ন কাজে, বিভিন্ন প্রকল্পের রূপায়ণে কাজে লাগানো হচ্ছে ড্রোন প্রযুক্তিকে। এতে কর্মসম্পাদনে দ্রুতি আসার পাশাপাশি ড্রোন তৈরির স্টার্টআপ তৈরি হচ্ছে একের পর এক এবং বাড়ছে কাজের সুযোগ।
আমার পরিবারের সদস্যরা,
এই মাসেই আমরা পূজণীয় বাপুর জন্মবার্ষিকী পালন করেছি। তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যেতে খাদি ও গ্রামীণ শিল্পে জোর দেওয়া হচ্ছে। খাদি পণ্যের বিক্রয়ের মূল্যমান ১০ বছর আগের ৩০ হাজার কোটি টাকা থেকে বেড়ে ১.২৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এখানেও বেড়েছে কাজের সুযোগ।
বন্ধুরা,
এক একটি দেশ এক এক ধরণের সম্পদে সমৃদ্ধ হয়ে থাকে। কিন্তু তাকে কাজে লাগাতে যুবশক্তির প্রয়োজন সব ক্ষেত্রেই। তরুণ প্রজন্মের দক্ষতায়ণ সরকারের অন্যতম অগ্রাধিকার। সেকথা মাথায় রেখেই দেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনিযুক্তির পরিসর বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
আমার পরিবারের সদস্যরা,
সরকারি কর্মী হিসেবে আপনাদের বিকশিত ভারত গঠনের উদ্যোগে সক্রিয় ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে নিজেকে ধারাবাহিকভাবে দক্ষতর করে তোলা দরকার। এজন্য রয়েছে আইগট পোর্টাল।
আরও একবার আপনাদের সকলকে শুভেচ্ছা। ধন্যবাদ।
(প্রধানমন্ত্রীর মূল ভাষণটি ছিল হিন্দিতে)
SC/AC/SG
(रिलीज़ आईडी: 2188359)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada
,
Malayalam