প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ‘মেক ইন ইন্ডিয়া’র ভাবনায় বিকাশীল ও প্রাণবন্ত শিল্প ভিত্তি এবং পূর্ব-পশ্চিম বাণিজ্য রুট বরাবর বন্দরগুলির আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ ও ডিজিটাইজ করার প্রয়াস নিয়ে লেখা একটি নিবন্ধ শেয়ার করলেন

Posted On: 23 OCT 2025 12:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ অক্টোবর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের লেখা একটি নিবন্ধ শেয়ার করেছেন। এতে ‘মেক ইন ইন্ডিয়া’র ভাবনায় বিকাশীল ও প্রাণবন্ত শিল্প ভিত্তি এবং পূর্ব-পশ্চিম বাণিজ্য রুট বরাবর বন্দরগুলির আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ ও ডিজিটাইজ করার প্রয়াস ব্যাখ্যা করা হয়েছে। 

এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের একটি পোস্টের প্রত্যুত্তরে শ্রী মোদী বলেছেন, “অবশ্যপাঠ্য এই নিবন্ধে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @sarbanandsonwal দেখিয়েছেন, কিভাবে ‘মেক ইন ইন্ডিয়া’র প্রেরণা নিয়ে শিল্প ভিত্তি ক্রমশ বিকাশশীল ও প্রাণবন্ত হয়ে উঠছে এবং কর্মব্যস্ত পূর্ব-পশ্চিম বাণিজ্য রুটের বন্দরগুলিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ ও ডিজিটাইজ করার প্রয়াসের মধ্য দিয়ে কিভাবে দেশ অনন্য সুবিধা ভোগ করছে।


ভারতের জাহাজ নির্মাণ ও সামুদ্রিক পরিমণ্ডলের পুনরুজ্জীবনের লক্ষ্যে সরকার ৮ বিলিয়ন ডলারের যে প্যাকেজ ঘোষণা করেছে, তা যে রুটিন মাফিক কোনও বাজেট বরাদ্দ নয়, বরং উচ্চাভিলাষের বার্তাবাহক, তিনি তা তুলে ধরেছেন”। 

*******

SSS/SD/SB…


(Release ID: 2181834) Visitor Counter : 4