প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী সামাজিক অন্তর্ভুক্তি এবং ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই নিয়ে জি-২০ অধিবেশনে ভাষণ দিলেন

Posted On: 18 NOV 2024 9:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ নভেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জি-২০  শীর্ষ সম্মেলনে ‘সামাজিক অন্তর্ভুক্তি এবং ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই’ নামক উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। প্রধানমন্ত্রী সম্মেলন আয়োজনের জন্য এবং তাঁকে আন্তরিক আতিথেয়তা প্রদানের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট মিঃ লুই ইনাসিও লুলা দা সিলভাকে ধন্যবাদ জানান। তিনি সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর দৃষ্টি নিবদ্ধ করে ব্রাজিলের জি-২০ কর্মসূচির প্রশংসা করেন এবং বলেন, এই দৃষ্টিভঙ্গি গ্লোবাল সাউথের উদ্বেগগুলিকে তুলে ধরেছে, পাশাপাশি, নয়াদিল্লির জি-২০ শীর্ষ সম্মেলনের জনকেন্দ্রিক সিদ্ধান্তগুলিকে এগিয়ে নিয়ে গেছে। তিনি আরও বলেন, ভারতীয় জি-২০ প্রেসিডেন্সির "এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ"-এর আহ্বান রিও-র আলোচনাতেও প্রতিধ্বনিত হতে থাকবে।

ক্ষুধা ও দারিদ্র্য মোকাবিলায় ভারতের উদ্যোগগুলি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, গত দশ বছরে ভারত ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে এবং বর্তমানে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ভারতের সাফল্যের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শিকড়ে ফিরে যাও এবং ভবিষ্যতের দিকে এগিয়ে চলো’ -এই নীতিকে ভিত্তি করে তৈরি ভারতের এই পদ্ধতি সফল ফল দিচ্ছে। তিনি এছাড়াও নারী-নেতৃত্বাধীন উন্নয়নকে উৎসাহিত করার জন্য ভারতের নেওয়া পদক্ষেপগুলি ব্যাখ্যা করেন।

প্রধানমন্ত্রী আফ্রিকা এবং অন্যান্য স্থানে খাদ্য নিরাপত্তা জোরদার করতে ভারতের নেওয়া পদক্ষেপগুলির প্রসঙ্গ তুলে ধরেন। এ বিষয়ে, তিনি ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট প্রতিষ্ঠার জন্য ব্রাজিলের উদ্যোগকে স্বাগত জানান এবং জোর দিয়ে বলেন, যে চলমান সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য, জ্বালানি ও সারের সংকটে গ্লোবাল সাউথ অভাবনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তাদের উদ্বেগগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত।

প্রধানমন্ত্রীর মূল বক্তব্য দেখা যাবে এখানে:
 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074413

 

SSS/AS.......


(Release ID: 2177244) Visitor Counter : 6