প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আকাশপথে পাঞ্জাবের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও পরিস্থিতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী; অতিরিক্ত ১ হাজার ৬০০ কোটি টাকা সহায়তার ঘোষণা

Posted On: 09 SEP 2025 5:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ সেপ্টেম্বর, ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করলেন। এর আগে মেঘ ভাঙা বৃষ্টির ফলে ঐ রাজ্যের বন্যা বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করেন তিনি। 
গুরদাসপুরে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর প্রধানমন্ত্রী ঐ রাজ্যের জন্য আরও ১ হাজার ৬০০ কোটি টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। এই অর্থ পাঞ্জাব সরকারের কোষাগারে থাকা ১২ হাজার কোটি টাকার অতিরিক্ত। এসডিআরএফ এবং পিএম কিষাণ সম্মান নিধি বাবদ দ্বিতীয় কিস্তির টাকা ঐ রাজ্যকে আগেই দিয়ে দেওয়া হবে। 
বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণের কাজে বহুমাত্রিক উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। পিএম আবাস যোজনার মাধ্যমে বাড়ি পুনর্নির্মাণ, জাতীয় সড়কগুলির মেরামতি, স্কুল বাড়িগুলির পুনর্নির্মাণ, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সহায়তা এবং গবাদি পশুর জন্য মিনি কিট বিতরণ এর মধ্যে অন্তর্ভুক্ত। 
বন্যায় মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা জানান প্রধানমন্ত্রী। বন্যা ও ভূমিধ্বসের জেরে অনাথ হয়ে পড়া শিশুদের পিএম কেয়ার্স – এর আওতায় সহায়তা দেওয়া হবে। 
পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনাবাহিনী, রাজ্য প্রশাসন ও বিভিন্ন সংগঠন যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। 

 

SC/AC/SB


(Release ID: 2165207) Visitor Counter : 2