প্রধানমন্ত্রীরদপ্তর
‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ সম্মান প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর স্বীকৃতি ভাষণ
Posted On:
04 JUL 2025 10:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ জুলাই ২০২৫
নমস্কার,
সকলকে সুপ্রভাত,
রাষ্ট্রপতি ক্রিস্টিন কঙ্গালু জি,
প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিশ্বেশর জি,
বিশিষ্ট অতিথিবৃন্দ,
সর্বোচ্চ জাতীয় সম্মান ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’ প্রদান করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সরকার এবং জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সম্মান আমাদের দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতীক। আমি এই সম্মানকে ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে এক যৌথ গৌরব হিসেবে গ্রহণ করছি।
বন্ধুগণ,
এই সম্মান প্রথমবার কোনো বিদেশি নেতাকে প্রদান করা হচ্ছে, যা আমাদের সম্পর্কের গভীরতাকে প্রকাশ করে। এই সম্পর্ক আমাদের অভিন্ন ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। একশো আশি বছর আগে ভারত থেকে যারা এখানে এসেছিলেন, তারাই আমাদের বন্ধুত্বের ভিত্তি স্থাপন করেছিলেন। যদিও তাদের হাতে কিছুই ছিল না, কিন্তু তাদের হৃদয় ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও বৈচিত্র্যের ভাণ্ডারে সমৃদ্ধ ছিল। তারা সৌহার্দ্য ও সদ্ভাবের যে বীজ বপন করেছিলেন, তা আজ ত্রিনিদাদ ও টোবাগোর অগ্রগতি ও সমৃদ্ধি রূপে ফুটে উঠছে।
এটা আমাদের জন্য গর্বের বিষয় যে ভারতীয় সম্প্রদায় আজও আমাদের অভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠানকে সযত্নে সংরক্ষণ করে চলেছে। রাষ্ট্রপতি কঙ্গালু এবং প্রধানমন্ত্রী কমলা এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। তাই এই দুই দেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন আমাদের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয়।
বন্ধুগণ,
রাষ্ট্রপতি কঙ্গালুর পূর্বপুরুষ ছিলেন তামিলনাড়ুর পবিত্র ভূমি, মহর্ষি তিরুবল্লুভরের দেশ থেকে। হাজার বছর আগে মহর্ষি তিরুবল্লুভর বলেছিলেন শক্তিশালী দেশের কাছে ছয়টি জিনিস থাকা আবশ্যক: বীর সেনা, দেশপ্রেমী নাগরিক, সম্পদের প্রাচুর্য, যোগ্য প্রতিনিধিত্ব, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং এমন বন্ধু-দেশ যারা সর্বদা পাশে দাঁড়ায়। ত্রিনিদাদ ও টোবাগো ভারতের জন্য ঠিক তেমনই এক অকৃত্রিম বন্ধু।
আমাদের সম্পর্কে যেমন ক্রিকেটের রোমাঞ্চ আছে, তেমনি আছে ত্রিনিদাদের মশলার স্বাদও। যখন ক্যালিপ্সো সুর মিশে যায় তবলার তাল-এর সঙ্গে, তখন আমাদের সম্পর্ক আরও সুরেলা হয়ে ওঠে। দুই সংস্কৃতির মধ্যে এই গভীর সখ্যতাই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি।
বন্ধুগণ,
আমি এই সম্মানকে আমাদের সম্পর্কের জন্য এক দায়বদ্ধতা হিসেবেও দেখি। এক ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে ভারত সবসময় ত্রিনিদাদ ও টোবাগোর মানুষের দক্ষতা উন্নয়ন এবং ক্ষমতায়ণে গুরুত্ব দিয়ে এসেছে। ভারতের কাছে ত্রিনিদাদ ও টোবাগো শুধু CARICOM-এর জন্য নয়, বরং অন্যান্য ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ অংশীদার।
আমাদের সহযোগিতা গ্লোবাল সাউথ-এর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা একসঙ্গে সমগ্র মানবজাতির কল্যাণে কাজ করে যাব।
মহামহিম,
আরও একবার, এই সম্মানের জন্য আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সম্মান আমাদের সর্বক্ষেত্রে নতুন উচ্চতা অর্জনের প্রেরণা জোগাতে থাকবে।
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।
SC/PK..
(Release ID: 2160007)
Read this release in:
Punjabi
,
Urdu
,
Assamese
,
Telugu
,
Malayalam
,
English
,
Hindi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Kannada