প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারত সফরে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি : একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর

Posted On: 03 MAY 2025 5:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩রা মে, ২০২৫

 

অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির ভারত সফর উপলক্ষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

১. সমঝোতা স্মারক ও চুক্তি :

(ক) ভারত সরকার ও অ্যাঙ্গোলা প্রজাতন্ত্রের মধ্যে আয়ুর্বেদ ও অন্যান্য প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

(খ) ভারত সরকার ও অ্যাঙ্গোলা প্রজাতন্ত্রের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক।

(গ) ২০২৫-২৯ সময়কালের জন্য ভারত সরকার ও অ্যাঙ্গোলা প্রজাতন্ত্রের মধ্যে সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা কর্মসূচি।

২. আন্তর্জাতিক সৌর জোট (ISA):
অ্যাঙ্গোলা আইএসএ ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করে আন্তর্জাতিক সৌর জোটের ১২৩তম সদস্য দেশ হিসেবে যুক্ত হয়েছে।

৩. প্রতিরক্ষা সহযোগিতা:
ভারত সরকার প্রতিরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য অ্যাঙ্গোলার ২০০ মিলিয়ন মার্কিন ডলারের লাইন অব ক্রেডিট (LOC) মঞ্জুর করেছে। 

 


SC/TM


(Release ID: 2159688) Visitor Counter : 10