প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাজ্যে আইআইএম স্থাপিত হওয়ায় আসামের জনসাধারণকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 20 AUG 2025 7:48PM by PIB Kolkata

নতুন দিল্লি ২০ অগাস্ট ২০২৫ 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের জনসাধারণকে রাজ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) স্থাপিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন। 

আসামে আইআইএম স্থাপিত হওয়া নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের এক্স সমাজ মাধ্যমে একটি পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী লিখেছেন;
“আসামের জনসাধারণকে অভিনন্দন! রাজ্যে আইআইএম স্থাপিত হওয়ায় শিক্ষা পরিকাঠামোর প্রসার ঘটবে এবং ভারতের নানা প্রান্তের ছাত্র, এমনকি গবেষকদেরও তা আকর্ষণ করবে।”


SC/AB/CS…


(Release ID: 2159036)