প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী রাখী বন্ধনের বিশেষ অনুষ্ঠানের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

Posted On: 09 AUG 2025 3:04PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ অগাস্ট ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবন ৭ লোক কল্যান মার্গ নতুন দিল্লিতে শিশুদের সঙ্গে বিশেষ রাখী বন্ধন উৎসব উদযাপনের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী নারীশক্তির প্রতি তাঁদের নিরন্তর আস্থা ও স্নেহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

শিশুরা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে রাখী বেঁধেছে ও তার সঙ্গে রাখী বন্ধন উৎসব উদযাপন করেছে।

এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন;

"আজকের বিশেষ রাখী বন্ধন উৎসব উদযাপনের কিছু মুহূর্ত এখানে ভাগ করে নেওয়া হল। আমাদের নারী শক্তির প্রতি তাঁদের নিরন্তর আস্থা ও স্নেহের জন্য রইলো কৃতজ্ঞতা।"

 


SC/PM/AS


(Release ID: 2154783)