তথ্যওসম্প্রচারমন্ত্রক
আন্তর্জাতিক মানের সিনেমা তৈরিতে ইন্ডিয়া সিনে হাব পোর্টাল ব্যবহারের জন্য রাজ্যগুলির কাছে আবেদন কেন্দ্রের
Posted On:
05 AUG 2025 6:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫-এ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তথ্য ও জনসংযোগ সচিবদের এক উচ্চ পর্যায়ের সম্মেলনের আয়োজন করেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন এবং তথ্য ও সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজু। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা মজবুত করা এবং প্রেস সেবা পোর্টাল ও ইন্ডিয়া সিনে হাব পোর্টালকে পুরোপুরি কাজে লাগানোর ব্যাপারে আলোচনার জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন বলেন, ‘এক জানালা’ ব্যবস্থা হিসেবে ইন্ডিয়া সিনে হাব পোর্টালকে ঢেলে সাজানো হয়েছে। এর মাধ্যমে ব্যবসার সরলীকরণের পাশাপাশি, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের চলচ্চিত্র-বান্ধব নীতি তুলে ধরা হয়েছে।
তিনি সম্প্রতি চালু হওয়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজির ওপর বিশেষ গুরুত্ব দেন। এই সংস্থার লক্ষ্য হল অ্যানিমেশন, গেমিং, সঙ্গীত ও অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে তরুণদের মধ্যে দক্ষতার বিকাশ ঘটানো।
তথ্য ও সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজু কেন্দ্র ও রাজ্যের মধ্যে যোগাযোগের বিষয়টি তুলে ধরেন। তিনি ডিজিটাল ক্রিয়েটরদের সংখ্যা বৃদ্ধি ও দেশীয় ভাষায় সংবাদমাধ্যমের কথা উল্লেখ করেন। মুদ্রণ প্রক্রিয়াকে মসৃণ করতে প্রেস সেবা পোর্টাল ব্যবহারের জন্য তিনি রাজ্যগুলির কাছে আবেদন জানান।
৫৫তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিল ১১৪টি দেশ। অন্যদিকে, ওয়েভস বাজারে হাজির ছিলেন ৩০টি দেশের ২ হাজারেরও বেশি শিল্প প্রতিনিধি। সম্মেলনে ভারতীয় বিনোদন শিল্পের অর্থনৈতিক বিকাশ নিয়ে আলোচনা হয়।
SC/MP/DM
(Release ID: 2153045)
Visitor Counter : 5
Read this release in:
Odia
,
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam