প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফলাফলের তালিকা : ফিলিপিন্সের রাষ্ট্রপতির ভারত সফর

Posted On: 05 AUG 2025 4:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ অগাস্ট, ২০২৫

 

চুক্তি/সমঝোতাপত্রের বিষয়

১. ভারত ও ফিলিপিন্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের ঘোষণা

২. ভারত-ফিলিপিন্স কৌশলগত অংশীদারিত্ব : কর্মপরিকল্পনা (২০২৫-২৯)

৩. ভারতীয় বায়ুসেনা এবং ফিলিপিন্সের বিমান বাহিনীর মধ্যে বিমান কর্মীদের 
   নিয়ে আলোচনার শর্তাবলী

৪. ভারতীয় সেনাবাহিনী এবং ফিলিপিন্সের সেনাবাহিনীর মধ্যে সেনাদের নিয়ে    আলোচনার শর্তাবলী

৫. ভারতীয় নৌবাহিনী এবং ফিলিপিন্সের নৌবাহিনীর মধ্যে নৌসেনাদের নিয়ে আলোচনার শর্তাবলী

৬. ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পারস্পরিক আইনী সহায়তা নিয়ে ভারত সরকার ও ফিলিপিন্স সরকারের মধ্যে চুক্তি

৭. সাজাপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যর্পণ নিয়ে ভারত সরকার ও ফিলিপিন্স সরকারের মধ্যে চুক্তি

৮. বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ২০২৫-২০২৮ সময়কালের জন্য ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং ফিলিপিন্স সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মধ্যে সহযোগিতা কর্মসূচি

৯. পর্যটন ক্ষেত্রে সহযোগিতা (২০২৫-২৮) নিয়ে ভারত সরকারের পর্যটন মন্ত্রক এবং ফিলিপিন্স সরকারের পর্যটন দপ্তরের মধ্যে রূপায়ণ কর্মসূচি।

১০. ডিজিটাল প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে ভারত এবং ফিলিপিন্স সরকারের মধ্যে সমঝোতাপত্র

১১. মহাবিশ্বের শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিয়ে ভারত সরকারের ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং ফিলিপিন্স স্পেস এজেন্সির মধ্যে আগ্রহ প্রকাশ সংক্রান্ত বিবৃতি।

১২. সমুদ্র সহযোগিতা নিয়ে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এবং ফিলিপিন্স কোস্ট গার্ডের মধ্যে আলোচনার শর্তাবলী

১৩. ভারত সরকার এবং ফিলিপিন্স সরকারের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

ঘোষণা :

১. ফিলিপিন্সের সার্বভৌম ডেটা ক্লাউড পরিকাঠামোর পরীক্ষামূলক স্থাপনে ভারতের সহযোগিতা

২. ভারত মহাসাগরীয় অঞ্চলে ইনফরমেশন ফিউশন সেন্টারে অংশগ্রহণের জন্য ফিলিপিন্সকে আমন্ত্রণ

৩. এক বছরের জন্য (অগাস্ট ২০২৫ থেকে) ফিলিপিন্সের নাগরিকদের ই-পর্যটক ভিসা সুবিধাপ্রদান

৪. ভারত ও ফিলিপিন্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্মারক ডাকটিকিটের যৌথ প্রকাশ

৫. ভারত এবং ফিলিপিন্সের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার শর্তাবলী গ্রহণ
     

 

SC/SD/NS…


(Release ID: 2152829)