প্রধানমন্ত্রীরদপ্তর
বারাণসীতে ২,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর
পিএম কিষাণের ২০তম কিস্তিতে দেশের ৯.৭ কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে ২০,৫০০ কোটি টাকা হস্তান্তর প্রধানমন্ত্রীর
Posted On:
02 AUG 2025 1:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ অগাস্ট ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে ২,২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন। এই উপলক্ষে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বারাণসীর মানুষের সঙ্গে তাঁর গভীর যোগসূত্রের কথা উল্লেখ করেন এবং এখানকার প্রতিটি পরিবারের প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের কৃষকদের সঙ্গে যোগাযোগ করতে পেরে সন্তোষপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুরের পর এটিই তাঁর প্রথম বারাণসী সফর। ২২ এপ্রিল পহেলগামে ২৬ জন নিরীহ দেশবাশীকে নৃশংসভাবে হত্যার কথা স্মরণ করেন তিনি। এই হত্যার ঘটনায় তাঁর গভীর যন্ত্রণার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শোকসন্তপ্ত পরিবারগুলির জন্য তিনি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা জানিয়েছেন।
সাম্প্রতিককালে বারাণসীতে শিবভক্তদের বিশেষত শ্রাবণ মাসের প্রথম সোমবার গঙ্গাজল বহনের কথা উল্লেখ করেন তিনি। পবিত্র শ্রাবণ মাসে বাবা বিশ্বনাথ এবং মার্কণ্ডেয় মহাদেব পরিদর্শন নিয়ে তাঁর ব্যক্তিগত অনুভূতির কথা ব্যক্ত করেন শ্রী মোদী।
কয়েকদিন আগে হাজার বছরের পুরনো এবং ভারতের শৈব পরম্পরার প্রাচীন কেন্দ্র তামিলনাড়ুর ঐতিহাসিক গঙ্গাইকোন্ডা চোলাপুরম মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাজা রাজেন্দ্র চোল এই মন্দির নির্মাণ করেছিলেন এবং প্রতীকী ভাবে উত্তর ও দক্ষিণকে সংযুক্ত করতে তিনি উত্তর ভারত থেকে গঙ্গাজল বয়ে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, ভগবান শিব এবং শৈব পরম্পরার প্রতি নিষ্ঠার মাধ্যমে হাজার বছর আগে রাজেন্দ্র চোল 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর ভাবনাকে তুলে ধরেছিলেন। শ্রী মোদী বলেন, অপারেশন সিঁদুরে শক্তি জুগিয়েছিল ১৪০ কোটি ভারতবাসীর একতা।
বারাণসীতে কৃষক উৎসব উদযাপনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে দেশের ১০ কোটি কৃষক ভাই-বোনের অ্যাকাউন্টে ২১,০০০ কোটি টাকা হস্তান্তরের কথা ঘোষণা করেন। তিনি জানান, ২০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজের শিলান্যাস করা হয়েছে। বারাণসীতে উন্নয়নের নিরবচ্ছিন্ন ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।
কৃষকদের সমৃদ্ধিতে তাঁর সরকারের ধারাবাহিক কাজকর্মের প্রসঙ্গে টেনে শ্রী মোদী পূর্বতন সরকারগুলির সঙ্গে তাঁর সরকারের তুলনা টেনে বলেন, তাঁর সরকার প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।
২০১৯ সালে পিএম কিষাণ সম্মান নিধি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩.৭৫ লক্ষ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করা হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২.৫ কোটি কৃষক এই প্রকল্পে ৯০ হাজার কোটি টাকার বেশি পেয়েছেন। বারাণসীর কৃষকরা পেয়েছেন ৯০০ কোটি টাকা।
"একটি অঞ্চল যত পিছিয়ে থাককে, সেটি তত বেশি অগ্রাধিকার পাবে", উন্নয়নের এই মন্ত্রের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই মাসের গোড়ার দিকে প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা অনুমোদন করা হয়েছে। এই উদ্যোগের ফলে পিছিয়ে থাকা জেলাগুলি উপকৃত হবে। শ্রী মোদী বলেন, "কৃষকদের জীবনে পরিবর্তন আনতে, তাঁদের আয় বাড়াতে এবং চাষাবাদের খরচ কমাতে
আমাদের সরকার পূর্ণ শক্তি নিয়ে কাজ করে চলেছে।" প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকদের অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে তাঁর সরকারের পিএম ফসল বিমার কথা উল্লেখ করেন শ্রী মোদী। তিনি জানান, এই প্রকল্পে এপর্যন্ত কৃষকদের ১.৭৫ লক্ষ কোটি টাকার বেশি বিমার দাবির নিষ্পত্তি করা হয়েছে।
কৃষি অর্থনীতিতে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণের ওপর জোর দিয়ে "লাখপতি দিদি" প্রচারাভিযান এবং দেশজুড়ে ৩ কোটি লাখপতি দিদি তৈরি লক্ষ্যের কথা উল্লেখ করেন শ্রী মোদী। তিনি বলেন, ১.৫ কোটির বেশি মহিলা ইতিমধ্যেই এই মাইলফলক অর্জন করেছেন। সরকারের "ড্রোন দিদি" উদ্যোগ লক্ষ লক্ষ মহিলার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, জনধন যোজনায় দেশে গরিবরা ৫৫ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পেরেছেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকায় ব্যাঙ্কগুলি পৌঁছে যাচ্ছে এবং প্রায় এক লক্ষ গ্রামপঞ্চায়েতে ইতিমধ্যে শিবির বসিয়ে লক্ষ লক্ষ মানুষের কেওয়াইসি-র পুনর্নবীকরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা সহ সরকারের বেশ কয়েকটি প্রধান প্রকল্পে নথিভুক্তির সুযোগ-সুবিধা প্রদানে ব্যাঙ্কগুলি বিশেষ শিবির বসাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
শ্রী মোদী বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের রুদ্ররূপ প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। ভারতের ওপর কোন আক্রমণ হলে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের ভূমিকার সমালোচনা করে শ্রী মোদী বলেন, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার ঘটনা বিরোধীরা হজম করতে পারছে না।
ভারতের সশস্ত্রবাহিনীর বারংবার অপমান নিয়ে বিরোধীদের কঠোর সমালোচনা করে শ্রী মোদী বলেন, বিরোধীরা অপারেশন সিঁদুরকে "তামাশা" হিসেবে দেখছে এবং মর্যাদা ও ত্যাগের প্রতীক সিঁদুর নিয়ে প্রশ্ন তুলছে।
অপারেশন সিঁদুর নিয়ে সংসদে পেশ করা বিরোধী নেতাদের বক্তব্যের সমালোচনা করেন শ্রী মোদী। তিনি স্মরণ করিয়ে দেন যে, এঁরাই উত্তরপ্রদেশে তাঁদের শাসনকালে জঙ্গিদের ক্লিনচিট দিয়েছিল। এখন জঙ্গিদের নিশ্চিহ্ন করার ফলে এই দলগুলি সঙ্কটে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, "অপারেশন সিঁদুরের সময় ভারতের নিজস্ব অস্ত্রের শক্তি এবং ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দেশীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কার্যক্ষমতা প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব, যা আত্মনির্ভর ভারতের ক্ষমতার বার্তা দিচ্ছে।"
উত্তরপ্রদেশের একজন সাংসদ হিসেবে গর্বপ্রকাশ করে শ্রী মোদী বলেন, এই রাজ্যে খুব শীঘ্রই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হবে। তিনি জানান, লক্ষ্ণৌতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হচ্ছে এবং বেশ কয়েকটি প্রথম সারির প্রতিরক্ষা সংস্থা উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরে তাদের প্ল্যান্ট গড়ে তুলছে।
আজ চালু হওয়া বেশ কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের অর্থনীতি বিভিন্ন ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে এবং এক অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্বের দেশগুলি তাদের নিজেদের স্বার্থ রক্ষার দিকে নজর দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথে এগোচ্ছে। তাই নিজের আর্থিক স্বার্থরক্ষায় ভারতকেও অবশ্যই সতর্ক থাকতে হবে।
নাগরিকদের স্বদেশীর প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়ার আবেদন জানান প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে "ভোকাল ফর লোকাল" মন্ত্রের কথা উল্লেখ করেন তিনি। শুধুমাত্র স্বদেশী পণ্য বিক্রির জন্য ব্যবসায়ী এবং দোকানদারদের কাছে আবেদন জানান তিনি। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে উন্নত ভারতের স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রী আজ পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, নগরোন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।
SC/MP/AS
(Release ID: 2151795)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam