রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

দিল্লি-মুম্বই রুটের মথুরা-কোটা শাখায় দেশীয় প্রযুক্তিতে তৈরি কবচ ৪.০ চালু

Posted On: 30 JUL 2025 5:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৫ 

 

দিল্লি-মুম্বই রুটের মথুরা-কোটা শাখায় দেশীয় প্রযুক্তিতে তৈরি রেল সুরক্ষা ব্যবস্থা কবচ ৪.০ চালু করা হয়েছে। দেশে রেল সুরক্ষায় আধুনিকীকরণের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।


রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’-এর ভাবনাকে সামনে রেখে স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা কবচ-এর পুরোটাই দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। তিনি জানান, ছয় বছরের সময়সীমার মধ্যে দেশ জুড়ে কবচ ৪.০ ব্যবস্থা চালু হয়ে যাবে। এই লক্ষ্যে ৩০ হাজারেরও বেশি কর্মীকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বি-টেক পাঠক্রমে কবচ’কে অন্তর্ভুক্ত করার জন্য এআইসিটিই ১৭টি ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। 
কবচ-এর মাধ্যমে লোকো পাইলটরা ট্রেনের গতি প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবেন। এমনকি, কুয়াশার সময়ে দৃশ্যমানতা কমে এলেও, এই ব্যবস্থা কার্যকর হবে। রেল দুর্ঘটনা এড়াতে কবচ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 


রেল লাইনের ১ কিলোমিটার অন্তর আরএফআইডি ট্যাগ বসানো হবে। প্রতিটি সিগন্যালেও এই ট্যাগ থাকবে। 
কবচ ব্যবস্থার জন্য এ পর্যন্ত ৫ হাজার ৮৫৬ কিলোমিটার রেলপথে অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে। এছাড়া ৬১৯টি টেলিকম টাওয়ার এবং ৭০৮টি স্টেশনে কবচ বসানো হয়েছে। 
রেলের নিরাপত্তা বাড়াতে এ পর্যন্ত ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। 

 


SC/MP/SB


(Release ID: 2150682)