প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

Posted On: 14 JUL 2025 11:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪  জুলাই, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি-র প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রয়াত বুহারির সঙ্গে তাঁর বৈঠক এবং আলাপ-আলোচনার বিষয়টি স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, মুহাম্মাদু বুহারি-র প্রজ্ঞা, উষ্ণ আতিথেয়তা এবং ভারত-নাইজেরিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বজায় রাখার ক্ষেত্রে অবিচল অঙ্গীকার চিরস্মরণীয়। তিনি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার, নাইজেরিয়ার জনসাধারণ এবং সরকারকে সমবেদনা জানান। 

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন; 

“নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারি-র প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বিভিন্ন অনুষ্ঠানে প্রয়াত বুহারির সঙ্গে আমি বৈঠক এবং আলাপ-আলোচনায় অংশ নিয়েছি। মুহাম্মাদু বুহারি-র প্রজ্ঞা, উষ্ণ আতিথেয়তা এবং ভারত-নাইজেরিয়ার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বজায় রাখার ক্ষেত্রে অবিচল অঙ্গীকার চিরস্মরণীয়। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি প্রাক্তন রাষ্ট্রপতির পরিবার, নাইজেরিয়ার জনসাধারণ এবং সরকারকে সমবেদনা জানাই।”

 


SC/CB/NS…


(Release ID: 2144500)