প্রধানমন্ত্রীর দপ্তর
নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারির প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
प्रविष्टि तिथि:
14 JUL 2025 11:44AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ জুলাই,২০২৫: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী বিভিন্ন সময়ে নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারির সঙ্গে তার বৈঠক ও কথোপকথনের কথা স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত-নাইজেরিয়া বন্ধুত্বের প্রতি মুহাম্মাদু বুহারির প্রজ্ঞা, আন্তরিকতা এবং অটল প্রতিশ্রুতি উল্লেখনীয়। ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি প্রয়াত মুহাম্মাদু বুহারির শোকসন্তপ্ত পরিবার, সে দেশের জনগণ ও নাইজেরিয়া সরকারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট'বলেছেন,
"নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মুহাম্মাদু বুহারির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বৈঠক এবং কথোপকথনের কথা স্নেহের সঙ্গে স্মরণ করি। ভারত-নাইজেরিয়া বন্ধুত্বের প্রতি তার প্রজ্ঞা, আন্তরিকতা এবং অটল প্রতিশ্রুতি উল্লেখনীয়। আমি ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষে প্রয়াত মোহাম্মাদু বুহারির পরিবার, সে দেশের জনগণ এবং নাইজেরিয়ার সরকারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"
***
PS/KMD
(रिलीज़ आईडी: 2144486)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English