প্রধানমন্ত্রীরদপ্তর
ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Posted On:
04 JUL 2025 11:37PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ জুলাই ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পোর্ট অফ স্পেনের রাষ্ট্রপতি ভবনে ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাঙ্গালু-র সঙ্গে সাক্ষাৎ করেন। দুই দেশের মধ্যে যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রীকে 'অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো' প্রদান করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি ১৪০ কোটি ভারতবাসীর জন্য সম্মান।
রাষ্ট্রপতি কাঙ্গালু এবছরের প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান এবং জনপরিষেবায় তাঁর বিশেষ ভূমিকার জন্য প্রশংসা করেন। রাষ্ট্রপতি কাঙ্গালু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্ব এবং ভারতের প্রতি দূরদৃষ্টির প্রশংসা করেন।
উভয় নেতা দুই দেশের মানুষে মানুষে যে সম্পর্ক রয়েছে তা এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান। তিনি রাষ্ট্রপতি কাঙ্গালুকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
SC/PM/AS
(Release ID: 2142459)
Visitor Counter : 2
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam